logo ৩০ এপ্রিল ২০২৫
বিজয় দিবসে হাতিরঝিলে নৌকাবাইচ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ ডিসেম্বর, ২০১৪ ১৩:৫৯:২৬
image


ঢাকা: বিজয় দিবসে রাজধানীর হাতিরঝিলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় ঢাকার বুকে এই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ নৌকাবাইচ অনুষ্ঠিত হলো।

নৌকাবাইচ প্রতিযোগিতা উপলক্ষে গতকাল মঙ্গলবার হাতিরঝিলে সাধারণ মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল। বিপুল আনন্দে সবাই নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। বাংলাদেশ রোইং ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করে।





অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেণ শিকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার, বাংলালিংকের হেড অফ পি আর এন্ড কমিউনিকেশন, মার্কেটিং শরফুদ্দিন আহমেদ চৌধুরী, পি আর এন্ড কমিউনিকেশন ম্যানেজার, মার্কেটিং, ইফতেখার আজম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোইং ফেডারেশন সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য হাজী মো. খোরশেদ আলম।

শরফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, নৌকাবাইচ প্রতিযোগিতা বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক অনুষঙ্গ। নৌকাবাইচ প্রতিযোগিতায় টানা কয়েক বছর যাবৎ নিয়মিত সহযোগিতা দেশের তৃণমুল পর্যায়ের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি বাংলালিংকের  দৃঢ় অনুরাগ প্রমাণ করে। বিজয় দিবসে হাতিরঝিলে নৌকাবাইচ প্রতিযোগিতা ছিল এ যাবৎকালের সবচেয়ে আর্কষণীয় প্রতিযোগিতা।

(ঢাকাটাইমস/ ১৭ডিসেম্বর/ জেডএ.)