এশীয়দের পছন্দ আইফোন৬ প্লাস
ঢাকাটাইমস ডেস্ক
০২ ডিসেম্বর, ২০১৪ ০০:২৫:০৬

ঢাকা: এশিয়ার ভোক্তারা প্রেমে পড়েছেন আইফোন৬ প্লাসের। তাদের আইফোনের নতুন এই সংস্করণটির প্রতি আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। মোবাইল অ্যাড নেটওয়ার্ক অ্যাপলাভিনের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বিজনেস ইনসাইডারে এ তথ্য প্রকাশিত হয়েছে।
অ্যাপলাভিন তাদের নিজস্ব তথ্য বিশ্লেষণ করে দেখেছে, এ মুহূর্তে আইফোন ৬ পছন্দ করছেন ৮০ শতাংশ ভোক্তা আর ২০ ভাগ আইফোন৬ প্লাস। কিন্তু এশিয়ার কয়েকটি দেশে আইফোন ৬ প্লাস আরও বেশি জনপ্রিয়। এর মধ্যে চীনে আইফোন ৬ প্লাস–প্রেমী বেশি। চীনে আইফোন ৬ প্লাসের জনপ্রিয়তা ৩৫ শতাংশ বেশি দেখা যায়। আইফোন ৬ ভোক্তার সংখ্যার দিক থেকে চীনকে পেছনে ফেলেছে জাপান, ভিয়েতনাম ও ফিলিপাইন। জাপান ও ভিয়েতনামে আইফোন ৬ প্লাস ভোক্তার হার ৩৬ শতাংশ পর্যন্ত বেশি দেখা গেছে। ফিলিপাইনে এই হার ৩৭ শতাংশ পর্যন্ত। শুধু দক্ষিণ কোরিয়ায় এই হার ২৯ শতাংশের নিচে।
এ বছরের সেপ্টেম্বরে ৪.৭ ইঞ্চি মাপের আইফোন ৬ ও ৫.৫ ইঞ্চি মাপের ৬ প্লাস বাজারে এনেছে অ্যাপল।
বাংলাদেশে গ্রামীণফোন ও রবি আইফোন ৬ ও ৬ প্লাস বিক্রি করছে। আইফোন ৬ এর ১৬ জিবি মডেল ৭৩ হাজার ৮২৫ টাকা, ৬৪ জিবি মডেল ৮৫ হাজার ২০০ টাকা এবং আইফোন ৬ প্লাস ১৬ জিবি মডেল ৮৫ হাজার ২০০ টাকায় বিক্রি করছে এই দুই মোবাইল অপারেটর। মাসিক কিস্তিতেও এই ফোন কেনার সুযোগ রেখেছে তারা।
(ঢাকাটাইমস/ ২ ডিসেম্বর/ এইচএফ/ঘ.)