আসছে আইপ্যাড এয়ার-২ ও আইপ্যাড মিনি-৩
ঢাকাটাইমস ডেস্ক
২১ নভেম্বর, ২০১৪ ১৩:০৪:১৮

ঢাকা: বিশ্বের অন্যতম মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ভারতের বাজারে আনতে চলেছে তাদের নতুন পণ্য আইপ্যাড এয়ার-২ ও আইপ্যাড মিনি-৩। শুক্রবার থেকে ভোক্তাদের কাছ থেকে এ ফোনের অগ্রিম অর্ডার নেয়া হতে পারে বলে জানানো হয়েছে। গত অক্টোবরে ইউরোপের বাজারে অ্যাপল তাদের এই ট্যাব’দুটি বাজারে এনেছিল৷
আইপ্যাড এয়ার-২ এর ওয়াইফাই সংযোগ যুক্ত ১৬ জিবি, ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজের দাম পড়বে যথাক্রমে ৩৫ হাজার ৯০০, ৪২ হাজার ৯০০ ও ৪৯ হাজার ৯০০ রুপি।
অন্যদিকে আইপ্যাড মিনি-৩ এর ১৬ জিবি, ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজের দাম পড়বে যথাক্রমে ৩৮ হাজার ৯০০, ৪৫ হাজার ৯০০ ও ৫২ হাজার ৯০০ রুপি।
আইপ্যাড এয়ার-২ এর থ্রিজি সংযোগের ক্ষেত্রে ১৬ জিবি, ৬৪ জিবি ও ১২৮ জিবি মডেলের দাম পড়বে ৪৫ হাজার ৯০০, ৫২ হাজার ৯০০ ও ৫৯ হাজার ৯০০ রুপি।
এ ট্যাব দু’টিতে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও ট্যাব দু’টিতে আছে A8X চিপ, যার সাহায্যে সিপিইউ এর কার্যক্ষমতা বাড়বে। এছাড়া ট্যাবটির ব্যাটারী ব্যাক আপ ১০ ঘন্টা পর্যন্ত বলে দাবি করেছে অ্যাপল কর্তৃপক্ষ। ভারতের বাজারে নতুন ট্যাব দু’টি রূপালি, ধূসর ও সোনালি রঙে পাওয়া যাবে৷
(ঢাকাটাইমস/২১ নভেম্বর/এসইউএল)