কিস্তিতে আইফোন সিক্স কেনার সুযোগ গ্রামীণফোনের
টেলিকম ডেস্ক, ঢাকাটাইমস
১৩ নভেম্বর, ২০১৪ ০০:২১:৩২
ঢাকা: কিস্তিতে আইফোন সিক্স ও সিক্স প্লাস কেনার সুযোগ দিচ্ছে গ্রামীণফোন। বিনামূল্যে সিমসহ গ্রামীণফোনের স্পেশাল প্যাকেজের আরো কিছু সুবিধাসহ এখন অ্যাপলের আইফোন কিনতে পারবেন ক্রেতারা।
গ্রামীণফোন সূত্রে জানা গেছে, আইফোন সিক্স ও সিক্স প্লাস হ্যান্ডসেট পেতে আগামী শুক্রবার থেকে অগ্রিম বুকিং নেবে গ্রামীণফোন।
বুকিং দেয়া গ্রাহকরা ২০ নভেম্বর থেকে সেটগুলো গ্রামীণফোনের নির্দিষ্ট সেন্টার থেকে কিনতে পারবেন।
তবে কত মাসের ইনস্টলমেন্ট বা কিস্তিতে কেনা যাবে সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।
(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এমআর)