মাইক্রোসফটের বিরুদ্ধে স্যামসাংয়ের পাল্টা মামলা
ঢাকাটাইমস ডেস্ক
০২ নভেম্বর, ২০১৪ ২৩:০৩:০১

ঢাকা: এবার মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের বিরুদ্ধে পাল্টা মামলা ঠুকে দিল দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। চলতি বছরের শুরুতেই পেটেন্টে রয়্যালটি বাবদ পাওনা ৬৯ লাখ ডলারের দাবিতে স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করেছিল মাইক্রোসফট।
অন্যদিকে বৃহস্পতিবার স্যামসাংয়ের পক্ষ থেকে আদালতে জমা দেওয়া নথিপত্রে মাইক্রোসফটের বিরুদ্ধে পাল্টা চুক্তিভঙ্গের অভিযোগ এনেছে স্যামসাং।
এর আগে নিউ ইয়র্কের ফেডারেল আদালতে করা মামলায় মাইক্রোসফটের অভিযোগ ছিল, ১০০ কোটি ডলারের পেমেন্ট রয়্যালটির সুদ বাবদ ৬৯ লাখ ডলার পরিশোধ করছে না স্যামসাং।
কিন্তু বৃহস্পতিবার আদালতে দাখিল করা নথিপত্রে মাইক্রোসফটের বিরুদ্ধে পাল্টা চুক্তিভঙ্গের অভিযোগ এনেছে স্যামসাং।
স্যামসাংয়ের দাবি, যথাযথ রয়্যালটির বিনিময়ে নিজেদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে মাইক্রোসফটের পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহারের জন্য ২০১১ সালে মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করেছিল স্যামসাং।
ওই চুক্তির অংশ হিসেবে বিভিন্ন ব্যবসায়িক গোপন তথ্য মাইক্রোসফটের সঙ্গে আদান প্রদান করতে এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন তৈরিতে রাজি হয়েছিল স্যামসাং। শর্ত ছিল মাইক্রোসফটের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ উইন্ডোজ ফোন বিক্রি করতে পারলে পেটেন্ট রয়্যালটি কমিয়ে আনবে মাইক্রোসফট।
কিন্তু চলতি বছরের এপ্রিলে নোকিয়ার মোবাইল ফোন নির্মানকারী অংশ কিনে নেওয়ার মাধ্যমে মাইক্রোসফট ওই চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ স্যামসাংয়ের।
নোকিয়া, মাইক্রোসফটের মালিকানায় যাওয়ার ফলে স্মার্টফোনের বাজারে সরাসরি স্যামসাংয়ের প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি।
(ঢাকাটাইমস/২নভেম্বর/এমএটি)