গবেষণায় হুয়াউইয়ের ৪০০ কোটি
ঢাকাটাইমস ডেস্ক
১৫ অক্টোবর, ২০১৪ ০০:০৭:২৪

ঢাকা: চীনভিত্তিক টেলিযোগাযোগ পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াউই ফিক্সড ব্রডব্যান্ডের গবেষণা ও উন্নয়নে ৪০০ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করবে। আগামী তিন বছর এ বিনিয়োগ করা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। খবর রয়টার্স।
বিশ্বের শীর্ষ টেলিযোগাযোগ পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি সাম্প্রতিক বছরগুলোয় মোবাইল ডিভাইস নির্মাণে মনোনিবেশ করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি অফিস ও বাড়িঘরে ব্যবহার উপযোগী ফিক্সড ব্রডব্যান্ডের গবেষণা ও উন্নয়নেও বিনিয়োগ করবে বলে জানিয়েছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়। হুয়াউইর মতে, ফিক্সড ব্রডব্যান্ডে বিনিয়োগ তাদের একটি কৌশলগত বিনিয়োগ।
এ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি ফাইবার অপটিকসে ব্যবহূত ফটোনিক্স প্রযুক্তি ও প্রয়োজনীয় নেটওয়ার্ক নিয়ে গবেষণা চালাবে। সাম্প্রতিক সময়ে উচ্চ রেজুলেশনের ভিডিও সেবার বাজার বৃদ্ধি পাচ্ছে। এ খাতের কথা মাথায় রেখেই উন্নত ফিক্সড ব্রডব্যান্ড প্রযুক্তির উন্নয়নে কাজ করে যাচ্ছে চীনা প্রতিষ্ঠানটি।
চলতি সপ্তাহে জাতিসংঘ তাদের এক প্রতিবেদনে জানায়, মোবাইল ব্রডব্যান্ডের কারণে ফিক্সড ব্রডব্যান্ড সেবার পরিধি কমে আসছে। চলতি বছর মোবাইল ব্রডব্যান্ডের ব্যবহার ২০ শতাংশ বেড়েছে বলেও প্রতিবেদনে জানায় জাতিসংঘ। উন্নত ও কম দামের মোবাইল ডিভাইসের পাশাপাশি উন্নত মোবাইল ব্রডব্যান্ড সেবা ফিক্সড ব্রডব্যান্ডের বাজার কমিয়ে আনছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। কিন্তু উন্নত রেজুলেশনের ভিডিওর জন্য এখনো ফিক্সড ব্রডব্যান্ডের চাহিদা রয়েছে। আর এ খাতের কথা মাথায় রেখেই সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের পরিকল্পনা করছে চীনা প্রতিষ্ঠানটি।
২০১২ সাল পর্যন্ত বিশ্বের শীর্ষ টেলিযোগাযোগ পণ্য নির্মাতা প্রতিষ্ঠানের তকমাটি ছিল এরিকসনের গায়ে। কিন্তু এর পরই এরিকসনকে সরিয়ে শীর্ষস্থান দখল করে চীনা প্রতিষ্ঠানটি। মোবাইল ডিভাইসের ক্রমবর্ধমান বাজারের কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি টেলিযোগাযোগ পণ্যের পাশাপাশি মোবাইল ডিভাইস তৈরিতেও মনোনিবেশ করেছে।
মোবাইল ডিভাইসের বাজারে হুয়াউই এরই মধ্যে নিজেদের একটি শক্ত অবস্থান তৈরিতে সমর্থ হয়েছে। বাজারে প্রতিষ্ঠানটির রয়েছে বেশকিছু জনপ্রিয় মোবাইল ডিভাইস। আর এ ডিভাইসগুলো দিয়ে দিন দিন মোবাইল ডিভাইসের বাজারে আধিপত্য বাড়িয়ে চলছে প্রতিষ্ঠানটি। আগামী সময়েও মোবাইল ডিভাইস খাতের কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি একাধিক সেবা আনবে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। এদিকে ফিক্সড ব্রডব্যান্ডের বাজারে প্রবেশের মাধ্যমে নিজেদের অবস্থানকে আরো শক্তিশালী করার পরিকল্পনা করছে হুয়াউই। তবে মোবাইল ব্রডব্যান্ডের এ যুগে ফিক্সড ব্রডব্যান্ড দিয়ে চীনা প্রতিষ্ঠানটি কতটুকু সুবিধা করতে পারবে, তা নিয়ে অনেক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের পক্ষ থেকেই নেতিবাচক আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এদিকে চীনে নিজেদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন কম্পিউটার সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবি। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটির সরকারের বৈরী মনোভাবের কারণে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়। তবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ বন্ধ করা হলেও দেশটিতে তারা বিক্রয় সেবা চালু রাখবে। মূলত এ কারণে এরই মধ্যে কর্মী ছাঁটাই শুরু করেছে প্রতিষ্ঠানটি। মোট ৩০০-এর মতো কর্মীকে ছাঁটাই করা হতে পারে বলে বিবৃতিতে জানায় অ্যাডোবি।
(ঢাকাটাইমস/ ১৫ অক্টোবর/ এইচএফ/ঘ.)