logo ৩০ এপ্রিল ২০২৫
স্মার্টফোন চার্জের সমস্যা মেটাবে প্রোন্টো
ঢাকাটাইমস ডেস্ক
১৪ অক্টোবর, ২০১৪ ১৭:৪৯:৫৯
image

ঢাকা: স্মার্টফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ায় প্রায়শই সমস্যার মুখোমুখী হতে হয় ব্যবহারকারীদের। কিন্তু এবার এই সমস্যার হাত থেকে নিস্তার পেতে চলেছেন স্মার্টফোন ব্যবহারকারীরা।


কারণ এবার ভারতের বাজারে এসেছে প্রোন্টো পাওয়ার প্যাক। যার সাহায্যে মাত্র ৫ মিনিটে চার্জ হয়ে যাবে স্মার্টফোন। সংস্থার দাবি, আইফোন-৫ প্রোন্টোর মাধ্যমে মাত্র পাঁচ মিনিটে ফুল চার্জড হয়ে যাবে।


প্রোন্টো কোনও মোবাইল চার্জার নয়, এটি হল ব্যাটারী পাওয়ার প্যাক। নতুন এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে পাঁচ মিনিটে স্মার্টফোনের ব্যাটারী পুরোপুরি চার্জ করা যাবে।


প্রোন্টো পাওয়ার প্যাকের দুটি মডেল বাজারে এনেছে। প্রোন্টো-৫ এবং প্রোন্টো ১২। ফুল চার্জড প্রোন্টো-৫ দিয়ে তিনবার এবং প্রোন্টো-১২ দিয়ে আইফোন-৫ এর মত ফোনের ব্যাটারী মোট ৯ বার চার্জ দেওয়া যাবে।


দুটি মডেলকেই চার্জ দিতে সময় লাগে মাত্র ১ ঘন্টা। শুরুতে এর দাম রাখা হচ্ছে ৩,৬০০ টাকা। অন্যদিকে প্রোন্টো ১২ এর দাম ৯ হাজার ১০০ টাকা দাম হলেও শুরুতে ৬ হাজার টাকায় বিক্রি করা হবে।


(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/এসইউএল)