logo ৩০ এপ্রিল ২০২৫
আইওএস অপারেটিং সিস্টেমের আপডেট করল অ্যাপল
ঢাকাটাইমস ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০১৪ ২১:৪৩:০৭
image

ঢাকা : আইওএস ৮.০.১ অপারেটিং সিস্টেম নিয়ে অভিযোগের কয়েকদিনের মধ্যেই কাস্টমারদের নতুন আইওএস ৮.০.২ অপারেটিং সিস্টেম সরবরাহ করেছে অ্যাপল। এবার আইওএস অপারেটিং সিস্টেম ৮.০.১-এর নেটওয়ার্ক আর ফিঙ্গারপ্রিন্ট রিডার সংশ্লিষ্ট জটিলতার অবসান ঘটবে বলেই মার্কিন এই টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির দাবি।


এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপলের দাবি আইওএস ৮.০.১ ইনস্টল করে ভোগান্তির শিকার হয়েছেন মাত্র ৪০ হাজার আইফোন সিক্স ও আইফোন সিক্স প্লাস ব্যবহারকারী।


ব্যবহারকারীদের অভিযোগের কারণে লঞ্চ করার কয়েক ঘন্টার মধ্যে আপডেটটি তুলে নেয় অ্যাপল।


অ্যাপল জানায়, এখন আইওএস ৮.০.২ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। আইওএস ৮.০.১ ইনস্টল করে আইফোন সিক্স এবং আইফোন সিক্স প্লাসের ব্যবহারকারীরা যে জটিলতার শিকার হয়েছিলেন সেটা সমাধান করবে এই আপডেট।


প্রসঙ্গত, আইফোন আর আইপ্যাড ডিভাইসের জন্য আইওএস ৮ অপারেটিং সিস্টেমের অভিষেক হয় চলতি মাসের ১৭ তারিখ। শুরু থেকেই ওই অপারেটিং সিস্টেমটির ধীর গতি, ওয়াই-ফাই ব্লু টুথ সংযোগ এবং কিবোর্ড জটিলতা নিয়ে নানান অভিযোগ করেন ব্যবহারকারীরা।


(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এমএটি)