logo ০১ মে ২০২৫
আইফোন-৬ থেকেই অ্যাপলের মুনাফা ১৮০ বিলিয়ন ডলার!
ঢাকাটাইমস ডেস্ক, ঢাকাটাইমস
১৮ সেপ্টেম্বর, ২০১৪ ১৬:১১:৩৬
image

ঢাকা: আগামী ১৯ সেপ্টেম্বর বাজারে আসছে অ্যাপলের নতুন পণ্য আইফোন-৬ ও আইফোন-৬ প্লাস। শুধুমাত্র চলতি বছরের দ্বিতীয়ার্ধে আইফোন-৬ ও আইফোন-৬ প্লাস বিক্রি ১০ কোটি ছাড়াবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।আশা করা হচ্ছে প্রতিষ্ঠানটির মুনাফা আগামী অর্থবছরে ১৮০ বিলিয়ন মার্কিন ডলারে পৌছাবে।


অ্যাপলের নতুন এই পণ্য দুটি নিয়ে বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে। ক্রেতাদের যেন আর তর সইছে না। অ্যাপল কর্তৃপক্ষ দর্শকদের মাঝে অগ্রিম অর্ডার গ্রহণ শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই ৪ মিলিয়ন ফোন অগ্রিম বিক্রি হয়ে গেছে। আর এটি কোনো পণ্যের ক্ষেত্রে নতুন রেকর্ড ।


আইফোন-৬ ও আইফোন-৬ প্লাসের আগের রেকর্ডটিও ছিল অ্যাপলের। প্রতিষ্ঠানটি দুই বছর আগে যখন আইফোন-৫ এর জন্যে অগ্রিম অর্ডার নেয়া শুরু করে তখনও ২৪ ঘণ্টার মধ্যে অগ্রিম বিক্রি হয়েছিল ২০ লাখ ফোন।


অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, আমাদের অগ্রিম অর্ডার যা নেয়ার কথা ছিল তার চেয়েও বেশি অর্ডার পড়েছে।  আগামী শুক্রবার আমাদের এটি চালু হওয়ার কথা রয়েছে। কিন্তু আমরা ওইদিন সবার হাতে এটি তুলে দিতে পারব না। অনেককে আগামী অক্টোবরে এ ফোন দিতে হবে।


আগামী ১৯ সেপ্টেম্বর এটি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, হংকং, জাপান, কানাডা, পোর্টোরিকো, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যে এটি চালু করা হবে। পরবর্তীতে ক্রমান্বেয়ে বিভিন্ন তারিখে এটি অন্যান্য দেশে চালু করা হবে।


এর আগে অ্যাপল ব্যাপকভাবে আইফোন-৬ এর প্রচারে নেমেছিল। বিভিন্ন তারকাদের অংশগ্রহণেও এর প্রচার প্রচারণা চালানো হয়। সবমিলিয়ে চালুর আগেই ব্যাপক সাফল্য পেলো অ্যাপল।


(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/জেএস)