logo ০১ মে ২০২৫
নোকিয়ার মোবাইল আর মিলবে না!
ঢাকাটাইমস ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০১৪ ০১:৫৭:২০
image

ঢাকা: নোকিয়া ব্রাণ্ডের অধীনে স্মার্টফোন তৈরির পরিকল্পনা থেকে সরে আসতে পারে মাইক্রোসফট৷ নোকিয়া লুমিয়া ৭৩০ এবং ৮৩০ হতে পারে নোকিয়া ব্রান্ডের সর্বশেষ মোবাইল৷ সম্প্রতি গিক অন গেজেট নামে প্রয়ুক্তিবিষয়ক পত্রিকায় এমনই তথ্য ফাঁস হয়েছে৷ যা থেকে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা শীঘ্রই নোকিয়া ব্রান্ডিং ও  উইন্ডোস ফোন নামটি বাদ দেবে তারা৷  এবছরের এপ্রিলে বিশ্বের বৃহত্তম ফোন তৈরির সংস্থা নোকিয়া মোবাইল ফোন বিভাগকে কিনে নেয় বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাণ সংস্থা মাইক্রোসফট৷


তবে শোনা গেছে মাইক্রোসফট অবশ্য আরও কিছুদিন লুমিয়া নামটি ব্যবহার করবে৷ তবে উইন্ডোস,ফোন নামক শব্দগুলি থেকে ফোন শব্দটিও কেটে বাদ দিতে চায় তারা৷ সম্প্রতি স্মার্টফোনের অপারেটিং সিস্টেম ও ডেস্কটপের অপারেটিং সিস্টেম এক করে নতুন একটি অপারেটিং সিস্টেম তৈরি করবে বলেও সংস্থার তরফে খবর পাওয়া গিয়েছে৷ অর্থাৎ ডেস্কটপ বা ট্যাব বা ফোনে উইন্ডোজের একই সংস্করণ পাওয়া যাবে৷ প্রযুক্তি মহলে এই জোর জল্পনার মাঝেই প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের বিশ্লেষক টম ওয়ারেন দাবি করেন, গিক অন গ্যাজেটস ব্লগে ফাঁস হওয়া মাইক্রোসফটের পরিকল্পনার তথ্য সঠিক৷


পিসি, ট্যাব, স্মার্টফোনের জন্য উইন্ডোস ৮, উইন্ডোস আরটি, উইন্ডোস ফোন সফটওয়্যার-এই তিনটে আলাদা প্লাটফর্ম তৈরি করেছে মাইক্রোসফট সংস্থা৷ এবার থেকে একটি উইন্ডোস প্লাটফর্মেই ওপারেট করা যাবে ট্যাব স্মার্টফোন এবং পিসি৷ আর জন্য নিজিদের একটি অ্যাপ স্টোর চালু করবে সংস্থাটি৷ এই অ্যাপস্টোর থেকেই উইন্ডোস নির্ভর সব ফোনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যাবে৷


(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এমএম)