আইফোনে আয়না
ঢাকাটাইমস ডেস্ক
২৬ আগস্ট, ২০১৪ ০০:১৯:৩৪
ঢাকা: কোনো পণ্য কেনার আগে কেনাটা যুত্সই হচ্ছে কিনা তা পরীক্ষা করে নেওয়ার গুরুত্ব ফ্যাশনসচেতন ব্যক্তিমাত্রেই জানেন। স্মার্টফোনের যুগে প্রসাধনসামগ্রী চেহারার সঙ্গে মানানসই করে নেওয়ার প্রযুক্তিও হাতের কাছে চান তাঁরা। সম্প্রতি আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য প্রযুক্তি সুবিধা নিয়ে এগিয়ে এসেছে বিখ্যাত প্রসাধন ব্র্যান্ড ল’রিয়াল। এক খবরে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
১৫ মে তারিখে ল’রিয়াল একটি অ্যাপ্লিকেশন উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে যা আইফোন ও আইপ্যাডের সামনের ক্যামেরাকে আয়নায় রূপান্তর করতে পারে। ব্যবহারকারী ভারচুয়াল ভাবে এই আয়নায় কোন প্রসাধন সামগ্রীতে তাঁকে কেমন মানাবে তা পরীক্ষা করে দেখতে পারবেন। ল’রিয়াল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রায় ৩০০ কসমেটিক পণ্য এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে পরীক্ষা করে দেওয়ার সুযোগ থাকবে।
অ্যাপ্লিকেশনটির নাম ‘মেকআপ জিনিয়াস’। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ভারচুয়াল ভাবে মেকআপ করে চেহারা কেমন দেখায় তা পরীক্ষা করে দেখা যাবে।
(ঢাকাটাইমস/ ২৬ আগস্ট/এইচএফ/ঘ.)