মাত্র ১০ হাজার টাকায় মিলবে লুমিয়া-৫৩০!
ঢাকাটাইমস
১৯ আগস্ট, ২০১৪ ০০:০৫:২৭
ঢাকা: ‘লুমিয়া-৫৩০’ নামে স্মার্টফোন ভারতের বাজারে ছেড়েছে নোকিয়া। লুমিয়া ব্র্যান্ডের যে সব হ্যান্ডসেট বাজারে এসেছে তাদের মধ্যে লুমিয়া-৫৩০ সবচেয়ে সস্তা।ভারতীয় বাজারে এই সেটের দাম ধরা হয়েছে ৭ হাজার ৩৪৯ রুপি।বাংলাদেশি টাকায় যার দাম ১০ হাজার টাকা। তবে বাংলাদেশে এখন পর্যন্ত এ সেটটি আসেনি।
নোকিয়া লুমিয়া-৫৩০ এর বৈশিষ্ট্য-
*ডুয়েল সিমের এই ফোনে রয়েছে 480×854 রেজুলেশন ৪ ইঞ্চি FWVGA স্ক্রিন।
*১.২ গিগাহার্টজের কোয়াডকোর কোয়ালকোম স্ন্যাপড্রাগন ২০০ প্রোসেসর।
*৫১২ এমবি র্যাম।
*৫ মেগাপিক্সেলের ফিক্সড ফোকাস ক্যামেরা। প্রিলোডেড ডিজিটাল ক্যামেরা।
*৪ জিবি ইন্টারন্যাল মেমোরি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে তা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
*নোকিয়ার অন্যান্য হ্যান্ডসেটের মতো লুমিয়া ৫৩০ এ রয়েছে ১৫ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ।
*আকার 119.7×62.3×11.7mm এবং ওজন ১২৮ গ্রাম।
*ব্যাটারি 1430mAh। এতে ১০ ঘণ্টা কথা বলা যাবে এবং ৫২৮ ঘণ্টা স্ট্যান্ডবাই থাকবে।
*এছাড়া এই ফোনে রয়েছে জিপিআরএস, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএসসহ নানা সুবিধা।
(ঢাকাটাইমস/১৯আগস্ট/এমআর)