logo ০১ মে ২০২৫
মাইক্রোসফটের ফিচার ফোন
ঢাকাটাইমস ডেস্ক
১২ আগস্ট, ২০১৪ ০১:০৫:১৮
image

ঢাকা: তথ্যপ্রযুক্তির উৎকর্ষের এই যুগে যখন ধীরে ধীরে সাধারণ ফিচার ফোন বিলুপ্তি পেতে বসেছে, তখন ভিন্ন পথের পথিক হিসেবে টেক জায়ান্ট মাইক্রোসফট অবমুক্ত করেছে পুরোনো দিনের বাটনযুক্ত কিপ্যাডসহ একটি ফিচার ফোন। নকিয়া ১৩০ মডেলের এই ফোনে ডাটা কানেকশন ব্যবহারের সুবিধা না থাকায় এর মাধ্যমে ইন্টারনেট দ্বারা চালিত কোনো ধরনের সেবা উপভোগ করা যাবে না। স্মার্টফোনের ক্রমবর্ধমান বাজারের কথা বিবেচনা করে প্রযুক্তি বিশ্লেষকদের 'ডাম্ব ফোন' অভিহিত করা এই ফোনের দামও রাখা হয়েছে নিতান্তই কম। মাত্রা ২৫ ডলারেই (প্রায় ২ হাজার টাকা) এটি বাজারজাত করবে মাইক্রোসফট। নকিয়াকে কিনে নেওয়া মাইক্রোসফট ক্রমেই উচ্চমানের স্মার্টফোনের বাজারের দিকেই নিজেদের দৃষ্টি নিবদ্ধ রাখবে, এমনটিই ধারণা করেছিলেন প্রযুক্তি বিশ্লেষকরা। তবে তাদের ভুল প্রমাণ করেই একেবারেই স্বল্পমূল্যের সাধারণ ফিচার ফোন থেকেও নিজেদের দৃষ্টি সরিয়ে নেয়নি মাইক্রোসফট। মাইক্রোসফটের ফোন বিভাগের প্রধান জো হারলো এ প্রসঙ্গে বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, 'স্বল্পমূল্যের সাধারণ ফিচার ফোনের বড় একটি বাজার এখনও বিশ্বব্যাপী রয়েছে, যদিও এই ধরনের ফোন থেকে অনেক বড় বড় মোবাইল নির্মাতারাই দৃষ্টি ফিরিয়ে নিয়েছে। মোবাইল ফোন বিপণনে আমাদের যে অবকাঠামো রয়েছে, তা ব্যবহার করে এখনও এই রেঞ্জের মোবাইল ফোনের বাজারে আমরা নিজেদের অবস্থান আরও সুসংহত করতে পারি।' বেসিক ফিচারের এই ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও এতে অডিও-ভিডিও চালানোর সুবিধা রয়েছে, রয়েছে ৩২ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা। ব্লুটুথ, এফএম রেডিও প্রভৃতি ফিচারও রয়েছে এতে। ১.৮ ইঞ্চি ডিসপ্লের এই ফোন চীন, ভারত, ইন্দোনেশিয়া, মিশর, কেনিয়া, নাইজেরিয়ার মতো দেশে বিক্রি করা হবে। সঠিক কোনো তারিখ না জানালেও দ্রুতই এটি বাজারে আসবে বলে জানিয়েছে মাইক্রোসফট।


(ঢাকাটাইমস/ ১২ আগস্ট/ এইচএফ/ঘ.)