logo ০১ মে ২০২৫
স্মার্টফোনের ব্যাটারির রিচার্জ ১৫ মিনিটেই
ঢাকাটাইমস ডেস্ক
৩০ জুলাই, ২০১৪ ১৭:৪৯:১৩
image

ঢাকা: স্মার্টফোন যারা ব্যবহার করেন তারা প্রত্যেকেই ব্যাটারির সমস্যায় ভুক্তভোগী। কিন্তু এবার বাজারে এমন এক ব্যাটারি প্যাক এসেছে যার নাম পাওয়ার ব্যাঙ্ক। এ ব্যাটারিটি একবার রিচার্জ হতে মাত্র ১৫ মিনিট সময় নেয়। এটি একের বেশি স্মার্টফোনকে একসঙ্গে চার্জ দিতে পারে। ব্যাটারিটি বানিয়েছে ইউএনইউ ইলেক্ট্রনিক্স।


কোম্পানির দাবি, এ আল্ট্রাপ্যাক পোর্টেবল ব্যাটারি প্যাক সিরিজ মাত্র ১৫ মিনিটের রিচার্জে ২০০০এমএএইচ পাওয়ার প্রদান করতে পারে।


গত মাসেই কোম্পানি এ আল্ট্রাপ্যাক সিরিজ বাজারে এনেছিল। আল্ট্রাপ্যাক গো ও আল্ট্রাপ্যাক টুরে কোম্পানি আল্ট্রা-এক্স চার্জিং টেকনোলজি ব্যবহার করেছে যাতে সাধার ব্যটারির তুলনায় এতে আট গুণ তাড়াতাড়ি চার্জ করা যায়।


পাওয়ার ব্যাঙ্ক রিচার্জ করার পর ব্যবহারকারীরা এটির সাহায্যে নিজের স্মার্টফোন বা ট্যাবলেটকে চার্জ করতে পারবেন।


কোম্পানির তথ্য অনুযায়ী, একটি ফোনকে ১৫ মিনিটের মধ্যে ফুল চার্জ করতে ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন হয়। তাই সারাদিন মোবাইল চার্জের বদলে আল্ট্রাপ্যাক ব্যবহার করা অনেক বেশি সহজ।


আল্ট্রাপ্যাক গো’তে ৩০০০ এমএএইচ ব্যাটারি ক্ষমতা রয়েছে ও ৩০ মিনিটের মধ্যে এটি ফুল চার্জ হয়ে যায়। নয়া এ পাওয়ার ব্যাঙ্কের দাম মাত্র ৩,৬০০ টাকা। তেমনই ১০০০ এমএএইচ ব্যাটারি ক্ষমতা সম্পন্ন পাওয়ার ব্যাঙ্ক আল্ট্রাপ্যাক টুর রিচার্জ হতে প্রায় ১০০ মিনিট সময় লাগে। এর দাম প্রায় ৬০০০ টাকা।


আল্ট্রাপ্যাক গো’তে ২.১ অ্যাম্পিয়রের একটি ইউএসবি পোর্ট দেয়া রয়েছ। আল্ট্রাপ্যাক টুরে ১.০ ও ২.১ অ্যাম্পিয়ারের দুটি ইউএসবি পোর্ট রয়েছে।


কোম্পানি দুটি পাওয়ার ব্যাঙ্কেই একটি এলইডি স্ক্রিন দিয়েছে যাতে রিমেনিং টাইমের সঙ্গে ব্যাটারি লেভেলও দেখা যাবে।


(ঢাকাটাইমস/৩০ জুলাই/এজে)