logo ০২ মে ২০২৫
নাসার রোবটে ত্রিমাত্রিক স্মার্টফোন
ঢাকাটাইমস ডেস্ক
২২ জুলাই, ২০১৪ ০০:৪২:১৫
image

ঢাকা: মহাকাশে পাঠানো নাসার বিভিন্ন রোবটে ব্যবহূত হবে ত্রিমাত্রিক স্মার্টফোন। গুগলের ট্যাঙ্গো প্রকল্পের আওতায় যেসব ত্রিমাত্রিক স্মার্টফোন তৈরি করা হচ্ছে সেগুলোকেই ব্যবহার করা হবে 'স্ফিয়ারস' নামক রোবটগুলোতে। এসব রোবটের সীমিত কর্মক্ষমতাকে বাড়িয়ে তুলতে কাজ করবে স্মার্টফোনগুলো। নাসার স্ফিয়ারস রোবটের প্রজেক্ট ম্যানেজার ক্রিস প্রভেনশার এ প্রসঙ্গে বলেন, 'আমরা রোবটগুলোতে ক্যামেরা যুক্ত করার পাশাপাশি এদের কর্মদক্ষতা বাড়ানো এবং এগুলোতে বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করতে চেয়েছি। এতসব ফিচারকে ত্রিমাত্রিক স্মার্টফোনের সাহায্যে সহজেই যুক্ত করা যায়।' এসব স্মার্টফোনের ব্যবহার রোবটগুলোকে যেমন স্মার্ট করে তুলবে, তেমনি মহাকাশচারীদের বাড়তি তথ্য জোগান দিতে পারবে বলেও জানিয়েছেন তিনি।


(ঢাকাটাইমস/ ২২ জুলাই/ এইচএফ/ ১২.০৯ঘ.)