সেলফি তুলতে সনির বিশেষ স্মার্টফোন
ঢাকাটাইমস ডেস্ক
১৫ জুলাই, ২০১৪ ০০:০৯:২২

ঢাকা: সেলফিনির্ভর স্মার্টফোন আনছে জাপানভিত্তিক বহুজাতিক ইলেকট্রনিক পণ্য নির্মাতা কোম্পানি সনি। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটির সেলফিনির্ভর স্মার্টফোনের নাম হবে এক্সপেরিয়া সিথ্রি। আর ডিভাইসটির মূল্য হবে ২ হাজার ইউয়ানের মধ্যে। খবর টাইমস অব ইন্ডিয়া।
সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সেলফি তোলা একটি অন্যতম শখে পরিণত হয়েছে। প্রতিটি মুহূর্তের দৃশ্য স্মার্টফোনের মাধ্যমে ধারণ করে রাখছেন ব্যবহারকারীরা। এছাড়া পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে এসব সেলফি শেয়ারও করছেন অনেকে। আর সেলফির প্রতি গ্রাহক চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে ভালো সেলফি তোলার অনুষঙ্গ স্মার্টফোনেরও। মূলত এরই ধারাবাহিকতায় সেলফিনির্ভর ফোন আনছে সনি, যা ভালো সেলফি তোলার জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। এছাড়া ভালো সেলফির জন্য সংশ্লিষ্ট ডিভাইসটিতে এলইডি ফ্লাশ ব্যবহার করা হয়েছে। তবে সনির সেলফিনির্ভর ফোন নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, টেক্সট মেসেজ কিংবা চ্যাটিংয়ের মাধ্যমে নিজের অবস্থান জানানোর বদলে তাত্ক্ষণিক সেলফি তুলে পাঠানোই এখন কথোপকথনের বিকল্প হয়ে উঠেছে। ফলে প্রযুক্তি কোম্পানিগুলোও এখন অত্যাধুনিক প্রযুক্তির সেলফিনির্ভর স্মার্টফোন আনতে মরিয়া হয়ে উঠেছে।
(ঢাকাটাইমস/ ১৫ জুলাই/ এইচএফ/ঘ.)