logo ০২ মে ২০২৫
বেশিরভাগ ভিওআইপি কল করা হয় টেলিটক সিমের মাধ্যমে
ঢাকাটাইমস ডেস্ক
০৬ জুলাই, ২০১৪ ২১:১৭:২৩
image


ঢাকা:রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর প্রতিষ্ঠান টেলিটক থেকে অবৈধভাবে ইন্টারন্যাশনাল কল করে এমন সিমগুলো ব্লক না করায় ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রামীণফোন, বাংলালিংক ও রবির কর্মকর্তারা।

এই তিন কোম্পানির প্রধান নির্বাহী সিমের কল প্রবাহ বিশ্লেষণের পর গত ২৯ জুন চিঠির মাধ্যমে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের কাছে আহবান জানায়। বিশ্লেষণে দেখা যায়, গত মাসে এই তিন অপারেটরে অন্য অপারেটর থেকে যে কল এসেছে তার সাথে টেলিটকের বিস্তর পার্থক্য রয়েছে।

গত জুন মাসে টেলিটক থেকে বাংলালিংক, গ্রামীণফোন ও রবির গড় কল যথাক্রমে ৪.৪ মিনিট, ৫.৪৮ মিনিট ও ৫.১৬ মিনিট। অন্যদিকে গ্রামীণফোন থেকে বাংলালিংকের গড় কল ১.৩ মিনিট এবং গ্রামাণফোন থেকে রবির কল ১.২৯ মিনিট।

এদিকে গড় কলের দিক থেকে বাংলালিংকের সাথে ১.৭ মিনিট, গ্রামীণফোনের সাথে ২.১৭ মিনিট এবং রবির সাথে ২.৩৭ মিনিট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এয়ারটেল। তবে দেশের সর্বোচ্চ তিনটি অপারেটরের মধ্যে গড় কলের সময়সীমা ১.৫ মিনিটেরও কম।

টেলিটক আপাতদৃষ্টিতে টেলিকম রেগুলেটরের সিম ব্লক করার কোনো নির্দেশ মানছে না। তাদের প্রতিষ্ঠানের অনেক সিম দিয়ে একই স্থান থেকে বিভিন্ন সময়ে দীর্ঘ সময় ধরে কল করতে লক্ষ্য করা যায়।

কিছু মোবাইল নেটওয়ার্ক ইতোমধ্যে বিটিআরসি’র নির্দেশনা অনুযায়ী উদ্ভাবনী পদ্ধতিতে অবৈধ ইন্টারন্যাশনাল কলের পরিমাণ কমিয়ে আনতে সক্ষম হয়েছেন।

এই তিন কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিটিআরসির কাছে টেলিটকের এসব সিমগুলো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেয়ার জন্যে অনুরোধ করবেন।

বিটিআরসি’র কাছে দেয়া চিঠি অনুযায়ী, মোট সাত সপ্তাহের হিসাবে অন্য চারটি অপারেটর থেকে টেলিটকের কলের পরিমাণ পাঁচ গুণ বেশি।

বিটিআরসি’র একটি রিপোর্ট অনুযায়ী,গত ২৮ মে থেকে ২৭ জুন পর্যন্ত টেলিটকের মোট ৩৮ হাজার ৬১৩ টি সিম সন্দেহভাজন কলের জন্যে ব্যবহৃত হয়েছে।

একই সময়ে এয়ারটেলের ৬ হাজার ৮০ টি, রবির ১ হাজার ২১৭ টি, বাংলালিংকের ৫১১ টি এবং গ্রামীণফোনের ৪১২ টি সিম সন্দেহভাজন কলের জন্যে ব্যবহৃত হয়েছে।

এয়ারটেলের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘এয়ারটেল বাংলাদেশ তাদের কর্মপরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রেখেছে। ভবিষ্যতেও তারা এমনভাবে চলতে থাকবে।’

বিটিআরসি দেখেছে যে, এসব সিমগুলো দিয়ে অবৈধ কলের ক্ষেত্রে সিম বক্স ডিটেকশন সিস্টেম অনুসরণ করা হয়।

একটি ইন্টারন্যাশনাল কল তখনই অবৈধ কল হয় যখন সেটি আন্তর্জাতিক প্রবেশদ্বার এবং নেটওয়ার্কের নির্দিষ্ট এলাকার বাইরে চলে যায়। এমন কলের ক্ষেত্রে সরকারের কোনো রাজস্ব আয় হয় না।

টেলিটক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেছেন, ভিওআইপি’র অবৈধ ব্যবহারের ক্ষেত্রে যদি টেলিটকের কোনো কর্মকর্তা জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/৬ জুলাই/এসইউএল)