গত অর্থবছরে টেলিটকের লোকসান ৬০২ কোটি টাকা: মন্ত্রী
সংসদ প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জুন, ২০১৪ ১৮:২৬:৩৯

সংসদ ভবন: গত অর্থবছরে টেলিটক ছয়শ দুই কোটি টাকা লোকসান দিয়েছে বরে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।যেখানে অন্য সব অপারেটর লাভে রয়েছে সেখানে টেলিটকের এই বিপুল লোকসানের কথা জানালেন মন্ত্রী নিজে।
মঙ্গলবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে বলেন, ‘রাষ্ট্রায়ত্ত্ব টেলিফোন সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ২০১২-১৩ অর্থবছরে অপারেটিং লোকসানের পরিমাণ ৬০২ কোটি ৯০ লাখ টাকা।’
চট্রগাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের বাংলাদেশের মোবাইল কোম্পানির মধ্যে বিদেশি কোম্পানির বিনিয়োগ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলোর মধ্যে বিদেশি কোম্পানির বিনিয়োগের পরিমাণ মোট ৬৫ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ টাকা (২০০১-২০১৪ মার্চ পর্যন্ত)।
মন্ত্রী জানান, এর মধ্যে সবচেয়ে বেশি বিনিযোগ করেছে গ্রামীণফোন বাংলাদেশ লিমিটেড ২৪ হাজার ৯ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া বাংলালিংক ডিজিটাল কমিনিউকেশন লিমিটেড (বাংলালিংক) ১৬ হাজার ১৯৬ কোটি চার লাখ টাকা, অজিয়েটা বাংলাদেশ লিমিটেড (রবি) ১২ হাজার ৮০২ কোটি ৭০ লাখ, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ১১ হাজার ৪২ কোটি এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড এক হাজার ৩৯ কোটি ৭২ লাখ টাকা।
(ঢাকাটাইমস/২৪ জুন /এআর/ ঘ.)