এয়ারটেল-এফবি ফুটওয়্যার কর্পোরেট চুক্তি সই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ জুন, ২০১৪ ২১:০২:২৬

ঢাকা: বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এফবি ফুটওয়্যার লিমিটেডের সঙ্গে একটি কর্পোরেট চুক্তি সই করেছে।
এ চুক্তির মাধ্যমে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এফবি ফুটওয়্যার লিমিটেডকে তাদের ভয়েস এবং ডাটা সার্ভিসেস প্রদান করবে।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের হেড অব কর্পোরেট এবং এসএমই সেলস আদিল হোসেন নোবেল এবং এফবি ফুটওয়্যার লিমিটেডের পক্ষ থেকে ডিরেক্টর মো. হেদায়েত উল্লাহ রণ চুক্তিতে সই করেন।
এ সময় এফবি ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্চেন্ডাইজিং এবং সাপ্লাই চেইন সৈয়দ আসাদুজ্জামান, এক্সপোর্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার মো. আব্দুস সালাম জিতু, এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের হেড অব কর্পোরেট সেলস রেজাউল আমিন সোহাইল, কর্পোরেট সেলস ম্যানেজার মো. তৌহিদুল ইসলাম এবং কর্পোরেট সেলস কী একাউন্ট ম্যানেজার রাইসা ইসলাম উপস্থিত ছিলেন।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের অন্যতম দ্রুততম অগ্রনী মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বিশ্বের অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল এর অঙ্গসংগঠন। প্রতিষ্ঠানটি বিভিন্ন অভিনব মোবাইল সেবা প্রদান করে থাকে যার মধ্যে রয়েছে ভয়েস, ভ্যালু অ্যাডেড সার্ভিস, ডাটা ও এম কমার্স সেবা। এছাড়া প্রতিষ্ঠানটি ব্যাপ্তি এবং ধারণ ক্ষমতার জন্য এর অত্যাধুনিক মোবাইল নেটওয়ার্ক উন্নয়নে বদ্ধপরিকর।
বিশ্বের অন্যতম প্রধান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল এর এশিয়া ও আফ্রিকা জুড়ে ২০টি দেশে কার্যক্রম রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ভারতের নয়া দিল্লিতে অবস্থিত। গ্রাহক সংখ্যার ভিত্তিতে সমগ্র বিশ্বের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর প্রথম চারটির মধ্যে এর অবস্থান।
ভারতে এর সেবা সমূহের মধ্যে টুজি, থ্রিজি এবং ফোরজি সেবার পাশাপাশি রয়েছে মোবাইল বাণিজ্য সেবা, ফিল্ড লাইন, ডিএসএল ব্রডব্যান্ড, আইপিটিভি, ডিটিএইচ প্রভৃতি। বিশ্বের অন্যান্য অঞ্চলে এয়ারটেল শুধুমাত্র টুজি, থ্রিজি এবং মোবাইল বাণিজ্য সেবা প্রদান করে থাকে। এপ্রিল ২০১৪ অনুযায়ী বিশ্বব্যাপী ভারতী এয়ারটেলের মোট গ্রাহক সংখ্যা ২৯৭ মিলিয়ন।
(ঢাকাটাইমস/০৯ জুন/এজে)