ঢাকা: এবার বাজারে এল ভারতভিত্তিক মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান লাভার অ্যানড্রয়েড কিটকাটচালিত স্মার্টফোন আইরিস এক্স১। এর দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৯৯৯ রুপি। প্রাথমিকভাবে এ পণ্যটির অল্প কিছু বাজারে ছাড়া হয়েছে।
ফোনটির আকার ৪.৫ ইঞ্চি। এর রয়েছে ৮ এমপি ক্যামেরা, ৪ জিবি মেমোরি, ১৮০০ এমএএইচ ব্যাটারি ও ডুয়াল থ্রিজি সিমের ব্যবস্থা।
অনলাইন ক্রয়-বিক্রয় সেবা প্রদানকারী সাইট আমাজন ডট কমের মাধ্যমে এ ফোনটি কেনা যাবে। তাছাড়া কোম্পানি ভারতের বিভিন্ন শহরের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানে এটি উন্মুক্ত করে দিবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ স্মার্টফোনটি শুধু উন্নত সেবাই প্রদান করে না, এটির ডিজাইনও অনেক আকর্ষণীয়। যে কেউ এটি দেখে কিনতে আগ্রহী হবে।
(ঢাকাটাইমস/০৪জুন/এআর/ ঘ.)