ট্যাবলেটের বাজারে অ্যাপল স্যামসাংয়ের আধিপত্য কমেছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ মে, ২০১৪ ০১:৩৬:৫৬

ঢাকা: চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ট্যাবলেটের বাজারে আগের বছরের একই সময়ের তুলনায় অ্যাপল ও স্যামসাংয়ের আধিপত্য হ্রাস পেয়েছে। এ বাজারে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের দখল ২০১৩ সালের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের একই সময়ে ৪০ দশমিক ২ শতাংশ থেকে কমে ৩২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। মোবাইল ডিভাইস খাতের শীর্ষ প্রতিষ্ঠান স্যামসাংয়ের ট্যাবলেটের বাজারে দখল হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ২২ দশমিক ৩ শতাংশে, যা আগের বছরের একই সময় ছিল ৩২ শতাংশে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। খবর টেকটুর।
গত বছর বিশ্বজুড়ে বিপুল পরিমাণ ট্যাবলেট বিক্রি হয়। কিন্তু চলতি বছরের প্রথম প্রান্তিকেই পণ্যটি বিক্রি বৃদ্ধির হার কমতে শুরু করেছে। আইডিসির প্রতিবেদন অনুযায়ী, গত বছর যে পরিমাণ ট্যাবলেট বিক্রি হয়েছে, সে তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে এর বিক্রি বেড়েছে মাত্র ৩ দশমিক ৯ শতাংশ। যেখানে পণ্যটি বিক্রি বৃদ্ধির হার আরো অনেক বাড়বে বলে বিভিন্ন প্রতিষ্ঠান পূর্বাভাসে জানিয়েছিল।
বিশ্বব্যাপী উত্সবের বা ছুটির সময়গুলোয় মোবাইল ডিভাইসের বিক্রি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। কারণ এ সময় মানুষ তার প্রিয়জনকে অন্য কোনো উপহারের বদলে মোবাইল ডিভাইস দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। উত্সব বা ছুটির সময়ে ট্যাবলেটের বিক্রি গত বছরের তুলনায় চলতি বছর হ্রাস পেয়েছে প্রায় ৩৫ দশমিক ৭ শতাংশ।
মোবাইল ডিভাইসের বাজারে অনেকটা শুরু থেকেই রাজত্ব করে আসছে স্যামসাং ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলো। কিন্তু এসব প্রতিষ্ঠান এবার বাজার হারাতে শুরু করেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল বিশ্বজুড়ে মোট ১ কোটি ৬৪ লাখ ইউনিট আইপ্যাড বিক্রি করে। ফলে ট্যাবলেটের বাজারে তাদের দখল ৪০ দশমিক ২ শতাংশ থেকে নেমে চলতি বছরের প্রথম প্রান্তিকে ৩২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।
স্যামসাংয়ের বাজার দখলেও একই অবস্থা। দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটিরও ট্যাবলেটের বাজারে দখল সর্বশেষ প্রান্তিকে ৩২ শতাংশ থেকে নেমে ২২ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে প্রতিষ্ঠানটি মোট ১ কোটি ১২ লাখ ট্যাবলেট বিক্রি করে।
গত বছরের বেশ কিছু প্রতিবেদনে দেখা যায়, ল্যাপটপের জায়গা নিচ্ছে ট্যাবলেট। অনেকেই ধারণা করেছিলেন যে ট্যাবলেটের বাজার খুব তাড়াতাড়ি হ্রাস পাবে না। কিন্তু আইডিসির প্রতিবেদন অনুযায়ী ট্যাবলেটের ওপর থেকে মানুষের আগ্রহ হ্রাস পাচ্ছে।
অনলাইন কেনাকাটা থেকে শুরু করে যে কোনো কাজে ল্যাপটপের বিকল্প হিসেবে গ্রাহকরা একসময় ট্যাবলেটকে গ্রহণ করেছিল। কিন্তু সে জায়গা এখন দখল করে নিচ্ছে বড় পর্দার স্মার্টফোন বা ফ্যাবলেটগুলো।
ট্যাবলেটের চাহিদা বাড়াতে নির্মাতা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কৌশল অবলম্বন করছে। নির্মাতারা এখন তাদের পণ্যে যাতে ট্যাবলেটের পাশাপাশি পার্সোনাল কম্পিউটারের কাজও করা যায়, সে দিকে নজর দিচ্ছে। কিন্তু তাদের এ ধরনের কৌশলও তেমন কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না।
এ বিষয়ে আইডিসির বিশ্লেষক টম মেইনেলি বলেন, ট্যাবলেটের চেয়ে সাধারণ গ্রাহকদের মাঝে বড় আকারের স্মার্টফোনের প্রতি আগ্রহ বাড়ছে। এ কারণে সর্বশেষ প্রান্তিক ট্যাবলেট নির্মাতাদের জন্য খুব বেশি লাভজনক হয়নি।
অ্যামাজনের ট্যাবলেট ‘কিন্ডল ফায়ার’-এর বিক্রি গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রায় ১০ লাখ ইউনিট হ্রাস পেয়েছে। এতে তাদের ট্যাবলেটের বিক্রি গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে হ্রাস পেয়েছে ৪৭ শতাংশ। ফলে ট্যাবলেটের বাজারে তাদের দখল দাঁড়ায় ১ দশমিক ৯ শতাংশে।
তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান আসুস ৫ শতাংশ বাজার দখল নিয়ে ট্যাবলেটের বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের পরের অবস্থানেই রয়েছে। ৪ দশমিক ১ শতাংশ বাজার দখল নিয়ে তার পরের অবস্থানেই রয়েছে চীনা প্রতিষ্ঠান লেনোভো। এর পরের অবস্থান অ্যামাজনের। বাজারে ফ্যাবলেটের ক্রমবর্ধমান চাহিদার কারণেই ট্যাবলেটের বাজার হ্রাস পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে ফ্যাবলেট উৎপাদনে মনোনিবেশ করেছে।
(ঢাকাটাইমস/২৪মে/এমএম)