logo ০৪ মে ২০২৫
সফটওয়্যারে তৈরি হবে সঙ্গীত
ঢাকাটাইমস ডেস্ক
১৫ মে, ২০১৪ ০৩:২৮:১৬
image

ঢাকা: লিখিত শব্দের আবেগ-অনুভূতি সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করার সফটওয়্যার উদ্ভাবন করেছেন গবেষকরা। সাহিত্যকর্মের সঙ্গে পাঠকের মিথস্ক্রিয়ার ফলে যেভাবে অডিওভিজুয়াল ই-বুকের মতো দৃশ্যমান তথ্যের সৃষ্টি হয়, তেমনিভাবেই কোনো উপন্যাসের একটি পৃষ্ঠার আবেগ সঙ্গীতের মধ্যে ফুটে উঠবে বলে জানিয়েছেন তারা। খবর পিটিআইয়ের।


সফটওয়্যারটি যৌথভাবে উদ্ভাবন করেছেন ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের কম্পিউটার বিজ্ঞানী সাইফ মোহাম্মদ ও নিউইয়র্ক ইউনিভার্সিটির গবেষক হানাহ ডেভিস। ভারতীয় বংশোদ্ভূত সাইফ মোহাম্মদ বলেন, ট্রান্সপ্রোজ নামের এ পদ্ধতির মাধ্যমে উপন্যাসকে ইলেকট্রনিক পাঠযোগ্য করা হয়। এরপর শব্দের আবেগ-অনুভূতির ওপর ভর করে পিয়ানো পিস তৈরি হয়। তিনি জানান, সফটওয়্যারটি আটটি মৌলিক অনুভূতি গণনা করে। এগুলো হলো— পূর্বজ্ঞান, রাগ, আনন্দ, ভয়, বিরক্তি, দুঃখ, বিস্ময় ও বিশ্বাস।


পুনে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকর্মা ইনস্টিটিউট অব টেকনোলজির ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সাইফ মোহাম্মদ বলেন, এটাই প্রথম একটি পদ্ধতি, যার মাধ্যমে লিখিত শব্দের অনুভূতির ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে মিউজিক্যাল পিস তৈরি হবে।


শব্দের অনুভূতি নির্ণয়ে দ্য অ্যালগোরিদম ডাটাবেজ তৈরি করে। কোনো একটি অনুচ্ছেদের হূদয়ানভূতি বিশ্লেষণ করে শব্দের অনুভূতি মূল্য খতিয়ে দেখা হয়। অ্যালগোরিদম কোনো একটি গ্রন্থকে চারটি ভাগে বিভক্ত করে: প্রারম্ভ, মধ্যবর্তীর আগের অংশ, মধ্যবর্তী ও সমাপ্ত। প্রতিটি অংশের জন্য অনুভূতি রূপরেখা তৈরি হয়।


(ঢাকাটাইমস/১৫মে/ এএসএ)