বাজার থেকে আইফোন-৪ তুলে নিচ্ছে অ্যাপল
ঢাকাটাইমস ডেস্ক
১০ মে, ২০১৪ ০১:১১:৪২

ঢাকা: নতুন করে বাজারে ছাড়ার মাত্র চার মাসের মাথায় ভারতের বাজার থেকে আইফোন-৪ তুলে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল। কোম্পানিটির বিক্রয় কৌশলের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। এর মাধ্যমে ভারতের বাজারে ২০ হাজার রুপির নিচে থাকা একমাত্র আইফোনটিও গ্রাহকদের নাগালের বাইরে চলে গেল। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আইফোন-৪ নতুন করে বাজারে ছাড়ার পর দেশটিতে আইফোনের বিক্রি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। তবে নতুন করে বাজারে ছাড়তে গিয়ে এর পেছনে বড় অঙ্কের ভর্তুকি অর্থ ব্যয় করতে হয়েছে অ্যাপলকে। এর ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী আইফোনের গড় বিক্রি মূল্য ৪১ ডলার কমে দাঁড়িয়েছে ৫৯৬ ডলারে।
ভারতে আইফোনের শীর্ষ তিন আমদানিকারক কোম্পানি জানায়, তিন মাস ধরে তাদের কাছে নতুন আইফোনের সরবরাহ আসেনি। তবে এর আগে বিক্রি বৃদ্ধির জন্য ভারতে বাইব্যাক প্রকল্প চালু করে অ্যাপল। ফলে আইফোন-৪এস ও আইফোন-৪ গ্রাহকদের পছন্দের শীর্ষে উঠে আসে। তবে এজন্য কোম্পানিটিকে বড় অঙ্কের মাশুল গুনতে হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিক্রি বাড়ালেও গড় বিক্রয় মূল্য কমে যাওয়ার কারণেই সতর্কতা হিসেবে উদীয়মান বাজার থেকে আইফোন-৪ তুলে নিচ্ছে অ্যাপল। তবে চলতি বছরের প্রথম প্রান্তিকে উদীয়মান বাজারগুলোয় ব্যাপক আকারে বিক্রি বেড়েছে আইফোন-৪-এর। এর মধ্যে ভারত ছাড়াও রয়েছে ব্রাজিল, চীন ও রাশিয়া। চলতি বছরের প্রথম প্রান্তিকে আগের বছরে একই সময়ের তুলনায় বিশ্বব্যাপী তিন লাখ বেশি আইফোন বিক্রি হয়েছে বলে জানায় অ্যাপল।
আইফোনের বিক্রি বাড়লেও এখনো ভারতের বাজারে সুবিধা করে উঠতে পারেনি অ্যাপল। চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের মোট বাজার শেয়ার ছিল মাত্র ২ দশমিক ৪ শতাংশ। ভারতের স্মার্টফোন বাজারে এ সময় সবচেয়ে এগিয়ে ছিল স্যামসাং (৩৮ দশমিক ৯ শতাংশ)। এর পরই ছিল মাইক্রোম্যাক্স (১৯ দশমিক ১ শতাংশ), কার্বন (৬ দশমিক ৯ শতাংশ), লাভা (৬ দশমিক ১ শতাংশ) ও নকিয়া (৫ দশমিক ৩ শতাংশ)।
(ঢাকাটাইমস/ ১০ মে/ এইচএফ/ ১৩.০৪ঘ.)