ঢাকা: গত বছরের ডিসেম্বরে চীনে প্রতিষ্ঠিত হয়েছিল মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। প্রতিষ্ঠার মাত্র ৫ মাসের মধ্যে প্রথমবারের মতো তারা বাজারে নিয়ে এলো উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যানড্রয়েড ফোন ওয়ানপ্লাস ওয়ান। এটির দাম নির্ধারণ করা হয়েছে ২৯৯ ইউএস ডলার।
ধারণা করা হচ্ছে, এটি গুগল স্মার্টফোন নেক্সাস ৫ ও আইফোন ৫এসকে হার মানাবে। কারণ এসব ফোনের দাম ৬০০ ইউএস ডলারেরও বেশি। সেই তুলনায় ওয়ানপ্লাস ওয়ানের দাম অনেক কম ও উচ্চ ক্ষমতাসম্পন্ন।
ওয়ানপ্লাস ওয়ানের রয়েছে ৩ জিবি র্যাম, ১৩ এমপি ক্যামেরা, ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা ও ৩১০০ এমএএইচ ব্যাটারিসহ আরো অনেক সুযোগ- সুবিধা। এটির ওজন ১৬২ গ্রাম।
ওয়ানপ্লাসের প্রতিষ্ঠাতা পিট লাও। তিনি এর আগে আরেকটি মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ওপোর ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
(ঢাকাটাইমস/৪মে/এসইউএল/জেএস)