টেলিটকের মোবাইল অ্যাপলিকেশন কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ এপ্রিল, ২০১৪ ১৮:৪৮:১৪

ঢাকা: ন্যাশনাল মোবাইল অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট অ্যাওয়ারনেস এন্ড ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামের আওতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘ন্যাশনাল বুট ক্যাম্প অন অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপলিকেশন’ শীর্ষক এ কর্মশালাটি দিনব্যাপী অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এটির আয়োজন করে।
১৫টি শীর্ষ এবং নির্বাচিত অ্যাপলিকেশন ডেভেলপিং প্রতিষ্ঠান তাদের মোবাইল এ্যাপলিকেশন এবং গেম ওই অনুষ্ঠানে প্রদর্শন করে। অনুষ্ঠানে টেলিটক বাংলাদেশ লিমিটেড ফ্রি ওয়াইফাই সেবা দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা জনাব ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী।
চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আ.আ.স.ম. আরেফিন সিদ্দিক।
এছাড়া উপস্থিত ছিলেন, টেলিটকের বিক্রয় ও বিপনন বিভাগের মহাব্যবস্থাপক মোঃ শাহ্ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এএসএ)