logo ০৪ মে ২০২৫
টেলিটকের গ্রাহক সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ এপ্রিল, ২০১৪ ১৩:০৯:০০
image


ঢাকা: টেলিটক বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা সম্প্রতি প্রতিষ্ঠানের কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিকসহ কোম্পানির অন্যান্য পরিচালকগণ এবং টেলিটকের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় টেলিটকের ২০১২-১৩ অর্থ বছরের হিসাব অনুমোদিত হয়। ২০১২-১৩ অর্থ বছরে টিবিএলে নিট মুনাফা হয়েছে ৪৬ দশমিক ৩৮ কোটি টাকা। দেশের শীর্ষস্থানীয় নিরীক্ষা প্রতিষ্ঠান এসিএনবিআইএন কর্তৃক নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।  

পরিচালনা পর্ষদ টিবিএলের সার্বিক কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করেন এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুজিবুর রহমানসহ সকল কর্মকর্তাকে এজন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। টেলিটকের সামগ্রিক কার্যক্রম উত্তরোত্তর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিচালনা পর্ষদ সকল কর্মকর্তা-কর্মচারীকে উৎসাহ প্রদান করেন। ইতোমধ্যে টেলিটক-এর গ্রাহক সংখ্যা ৩৫ লক্ষ ছাড়িয়ে গেছে বলে সভাকে অবহিত করা হয়।

(ঢাকাটাইমস/ ১৭ এপ্রিল / বিজ্ঞপ্তি/ এআর/ ঘ.)