ঢাকা: দক্ষিণ কোরিয়াভিত্তিক মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান একের পর এক চমক দেখিয়ে চলেছে। এবার তারা নতুন একটি চমক দেখাল। সম্প্রতি তারা একই সঙ্গে বাজারে ছেড়েছে তিনটি ট্যাবলয়েড।
ট্যাবলয়েডগুলোর নাম হচ্ছে গ্যালাক্সি ট্যাব৪ ৮ দশমিক ০, গ্যালাক্সি৪ ১০ দশমিক ১, গ্যালাক্সি৪ ৭ দশমিক ০। স্যামসাং কর্তৃপক্ষ আশা করছে ২০১৪ সালে এগুলোই হবে বাজারের সেরা ট্যাবলয়েড।
গ্যালাক্সি ট্যাব৪ ৮ দশমিক ০ এর বৈশিষ্ট্য হচ্ছে, এতে রয়েছে ৮ দশমিক ০ ইঞ্চি ডিসপ্লে, ৩ এমপি এফএফ+১ দশমিক ৩ এমপি ক্যামেরা, ওয়াইফাই ৮০২ দশমিক ১১ কানেকটিভিটি ও ৪৪৫০ এমএএইচ ব্যাটারি।
গ্যালাক্সি ট্যাব৪ ১০ দশমিক ১-এর বৈশিষ্ট্য হচ্ছে, এতে রয়েছে ১০ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে, ৩ এমপি ক্যামেরা, অ্যানড্রয়েড ৪ দশমিক ৪ ওপারেটিং সিস্টেম ও ৬৮০০ এমএএইচ ব্যাটারি।
গ্যালাক্সি৪ ৭ দশমিক ০ এর বৈশিষ্ট্য হচ্ছে, এতে রয়েছে ৭ দশমিক ০ ইঞ্চি ডিসপ্লে, ৩ এমপি ক্যামেরা ও অ্যানড্রয়েড ৪ দশমিক ৪ ওপারেটিং সিস্টেম।
এসব ট্যাবলয়েডে দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এছাড়া সব ধরনের অডিও এবং ভিডিও সার্ভিস ব্যবহার করা যাবে।
(ঢাকাটাইমস/৯এপ্রিল/এসইউএল/জেএস)