ঢাকা: ভারতভিত্তিক বহুজাতিক টেলিকমিউনিকেশন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান এয়ারটেল এবার চালু করলো মোবাইলভিত্তিক নতুন অ্যাপ ‘পকেট টিভি।’ এই অ্যাপে রয়েছে ১৫০টি লাইভ টিভি চ্যানেল ও ১০ হাজারেরও বেশি ভিডিও কনটেন্ট।
এয়ারটেলের এই ডিজিটাল অ্যাপ অ্যান্ড্রয়েড ফোন থেকে ডাউনলোড করা যাবে এবং সব ধরনের স্মার্টফোন ও ট্যাবলেটে ব্যবহার করা যাবে। আগামী এক মাসের মধ্যে অ্যাপটি আইওএস প্লাটফর্ম থেকেও ডাউনলোড করা যাবে।
এয়ারটেল কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষের জীবনকে আরো সহজলভ্য করে তুলতে আমাদের এই আবিষ্কার। মানুষ এখন যেকোনো স্থান থেকে বসে বিভিন্ন টিভি চ্যানেল থেকে পছন্দসই প্রোগ্রাম দেখতে পারবে।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, পকেট টিভি অ্যাপ বিশ্বের মধ্যে একটি ভিন্ন ধরনের আবিষ্কার। এর আগে এ ধরনের কোনো আবিষ্কার হয়নি।
(ঢাকাটাইমস/২এপ্রিল/এসইউএল/জেএস)