logo ০৫ মে ২০২৫
টেলিটকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ এপ্রিল, ২০১৪ ১৫:৫৪:৩২
image

ঢাকা: গতকাল ৩১মার্চ বিকাল ৪টায় টেলিটক বাংলাদেশ লিঃ এর নতুন কর্পোরেট কার্যালয়ে (বাড়ি নং- ৩৯,সড়ক নং-১১৬, গুলশান-১, ঢাকা-১২১২) টেলিটকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত-এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।


টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক, জনাব মোঃ মুজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ব্যবস্থাপনা পরিচালক টেলিটকের গ্রাহকসেবার মান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। এ লক্ষ্যে শীঘ্রই প্রত্যেক জেলাশহরে টেলিটকের ৩জি নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। টেলিটক-এর ব্যবস্থাপনা পরিচালক, জনাব মোঃ মুজিবুর রহমান কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে জনাব মোঃ গোলাম সরওয়ার-ই-কায়নাত, জেনারেল ম্যানেজার, প্রশাসনসহ অন্যান্য জেনারেল ম্যানেজার এবং টেলিটকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


(ঢাকাটাইমস/১ এপ্রিল/এএম)