ঢাকা: বর্তমানে সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেইসবুক। একে অপরের সাথে সহজে যোগাযোগের জন্য এ মাধ্যম সারাবিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
যোগাযোগের মাত্রা বাড়ানোর জন্যে সম্প্রতি ১৯০ কোটি ডলারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেইসবুক। কিন্তু এ অ্যাপ নাকি ফেইসবুক ব্যবহারকারীদের জন্য খুব বেশি নিরাপদ নয়।
একজন ডাচ বিশেষজ্ঞ বলেছেন, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চ্যাট করলে অন্য স্মার্টফোন থেকে এক ধরনের অ্যাপ ব্যবহার করে চ্যাটের সমস্ত তথ্য অপরজন দেখে নিতে পারে।
তবে আইফোন বা উইন্ডোজ ফোনে এ ধরনের কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা নেই। কারণ এ ফোনে অন্য কোনো ফোন থেকে প্রবেশাধিকারের সুযোগ একেবারেই কম।
এদিকে গুগল বলেছে, যদি ফেইসবুক ব্যবহারকারীরা এ ধরনের কোনো সমস্যায় পড়েন তাহলে কর্তৃপক্ষ তার ওপর কড়া নজর রাখবে।
(ঢাকাটাইমস/১৯মার্চ/এসইউএল/জেএস)