logo ০৫ মে ২০২৫
ওয়াই-ফাই মিউজিক সিস্টেম চালু
ঢাকাটাইমস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি, ২০১৪ ১৪:৩৩:৪৪
image


ঢাকা: কনজ্যুমার ইলেক্ট্রনিকস কোম্পানি গ্রেস ডিজিটাল আমেরিকান ইন্টারন্যাশনাল ইলেক্ট্রনিক কমার্স কোম্পানি আমাজন ডটকমে এনকোর (জিডিআই-আইআরসি ৭৫০০) ওয়াই-ফাই স্টেরিও মিউজিক সিস্টেম চালু করেছে। এর মাধ্যমে এখন থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা ওয়াই-ফাই নেটওয়ার্কে ঢুকে ফ্রি ৫০ হাজারেরও বেশি ইন্টারনেট রেডিও স্টেশন এবং পোডকাস্ট ভিজিট করতে পারবেন।

এসব ইন্টারনেট রেডিও স্টেশনের মধ্যে রয়েছে, জনপ্রিয় রেডিও স্টেশন এনপিআর, বিবিসি, আইহার্টরেডিও, সিবিএস এবং প্যান্ডোরা। এছাড়া স্বল্প খরচে সিরিয়াস এক্সএম, রাপসোডি এবং লাইভ ৩৬৫-তেও ভিজিট করা যাবে। এর মধ্যে একশ’রও বেশি রেডিও স্টেশন সরাসরি এনকোর ওয়াই-ফাই মিউজিক সিস্টেমে সেভ করে রাখা যাবে। সেখান থেকে দ্রুত যে কোনো পছন্দের রেডিও স্টেশনের অডিও প্রোগ্রাম শোনা যাবে। এনকোর ওয়াই-ফাই মিউজিক সিস্টেম এখন আমাজন ডটকমে পাওয়া যাবে। এটি ডাউনলোড করার জন্য আপনাকে ২৫০ মার্কিন ডলার ব্যয় করতে হবে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এসইউএল/জেএস)