logo ০৫ মে ২০২৫
বাংলালিংক গ্র্যান্ডমাস্টার আইডিয়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ ফেব্রুয়ারি, ২০১৪ ১০:৪০:২০
image

ঢাকা: বাংলালিংক গ্র্যান্ডমাস্টার আইডিয়া প্রতিযোগিতা-২০১৪ (সিজন-৩) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

রবিববার রাতে রাজধানীর একটি হোটলে  প্রতিযোগিতার এই ফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় সর্বমোট এক হাজার দুইশ’টি দলের মধ্যে পাঁচটি দল চূড়ান্তভাবে অংশ নেয়।

এতে চ্যাম্পিয়ন হয় চুয়েটের ‘ম্যাভেরিক’, প্রথম রার্নাস আপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইবিএ’র  ‘ডেমেন্টোরস’ এবং দ্বিতীয় রানার্স আপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ’র ‘হাফেল পাফস’।


প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলকে দুই লাখ টাকা, প্রথম রানার্স আপকে  দেড় লাখ টাকা ও দ্বিতীয় রানার্স আপকে নগদ এক লাখ টাকা পুরস্কার দেয়া হয়। 

জ্যুরি বোর্ডের অন্যতম সদস্য অধ্যাপক ড. মূসা বলেন, গ্র্যান্ড মাস্টারের মতো এ ধরনের প্রতিযোগিতা তরুণদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয় যেখানে তারা তাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী বিজয়ী হওয়ার সুযোগ পায়।

বাংলালিংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারা বলেন, আমরা বিশ্বাস করি, গ্র্যান্ডমাস্টার ছাত্রছাত্রীদের মৌলিক উদ্ভাবনার দিকে উদ্ভুদ্ধ করতে সক্ষম।

২০১১ সালে এ প্রতিযোগিতা শুরু হয় এবং দ্বিতীয়বারের মতো আবার এই প্রতিযোগিতার আয়োজন করা হলো। মোবাইল ‘অ্যাপ্লিকেশনস ভিত্তিক নতুন ধারণা’ থিমের উপর ভিত্তি করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় এবারের জ্যুরি বোর্ডের সদস্য ছিলেন, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কায়কোবাদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির এক্সিকিউটিভ ডিরেক্টর ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স ড. আবদুল হান্নান চৌধুরী, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. মো. মূসা, ফিনানসিয়াল এক্সিলেন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মামুন রশিদ এবং ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি বাংলাদেশের স্কুল অব বিজনেসের ডিন ড. সারওয়ারউদ্দীন আহমেদ।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/টিএ / এআর/ ঘ.)