ঢাকা: প্রত্যেকটি মানুষের জীবনে নানা ধরনের শখ থাকে। কেউ গান গাইতে ভালোবাসে, কেউ গিটার ও পিয়ানো বাজাতে ভালোবাসে, কেউ কবিতা লিখতে ভালোবাসে আবার কেউ বই পড়তে ভালোবাসে। বিংশ ও একবিংশ শতাব্দীতে এসে প্রযুক্তিতে যে অভাবনীয় পরিবর্তন এসেছে তাতে মানুষের শখ পূরণ করা একেবারে সহজ হয়ে গেছে।
এখন ঘরে বসেই বই পড়া যায়, কেনাকাটা করা যায়, দৈনন্দিন কোনো গুরুত্বপূর্ণ খবর সহজেই জানা যায়, গিটার বা পিয়ানো বাজানো শেখা যায়। এতে বেশি কষ্টও হয় না আবার বেশি টাকা-পয়সা খরচের দরকার হয় না।
সম্প্রতি কানাডার ওকাভিল এলাকার গিটার শিক্ষার্থীদের জন্য বিশ্বে প্রথমবারের মতো মোবাইল মিউজিক স্কুল চালু করা হয়েছে। এ পদ্ধতিতে শিক্ষার্থীদের বাইরের কোনো স্টুডিও বা শিক্ষকের বাসায় যেতে হবে না। সহজেই এই স্কুলের সাইটের মাধ্যমে বাড়িতে বসে আরামে গিটার ও পিয়ানো বাজানো শিখতে পারবেন।
বর্তমানে কম্পিউটার ও এন্ড্রয়েড স্মার্টফোনসহ অল্প কয়েকটি ডিভাইসে এই সুযোগ রয়েছে। তবে ভবিষ্যতে এর পরিধি আরো বাড়ানো হবে। গিটার ও পিয়ানো বাজানোর জন্য বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে। এর মধ্যে কিছু আছে ব্যয়বহুল আবার কিছু আছে যা ব্যবহারের জন্য কোন অর্থের প্রয়োজন হয় না। এখন এন্ড্রয়েড ফোন থেকে আপনি সহজেই একাকী ভার্চুয়াল গিটার বাজাতে পারেন। এখানে আপনি আপনার পছন্দের গানের তালে তালে গিটার বাজাতে পারবেন। তাছাড়া নিজের মতো করেও আপনি সুরের সৃষ্টি করতে পারেন।
এই ফোনে আপনি ক্লাসিকাল গিটার, অ্যাকাউস্টিক গিটার ও ইলেক্ট্রিক গিটার বাজাতে পারবেন। একজন গিটারবাদক বাস্তবে হাতে গিটার বাজিয়ে যে ধরনের সাউন্ড সৃষ্টি করে এবং আত্মতৃপ্তি পায় আপনিও তেমন মজা পাবেন। তাছাড়া এটি বাজানোর পর আপনি তা ফোনে রেকর্ড করে পরে শুনতে পারবেন এবং পরবর্তী সময় শুনতে পারবেন আপনি কেমন বাজালেন; আসলে তা হচ্ছে কিনা। আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে তা পরবর্তী সময় ঠিক করে নিতে পারবেন।
এছাড়া মোবাইলে কিছু গেম রয়েছে যার মাধ্যমে আপনি গিটার ও পিয়ানো বাজানো শিখতে পারেন। এর মধ্যে রয়েছে গঁংরপ গবড়ৎু, ঋৎবপঃং ড়ভ ঋরৎব, চরধহড় ঐবৎড়, ঘড়ঃব অঃঃধপশ ও জড়পশ খবমবহফ.
গঁংরপ গবসড়ৎু আপনার গিটার শেখার প্রথম একটি পর্যায়। এই গেম থেকে আপনি গিটার ও পিয়ানো বাজানোর প্রাথমিক দিক সম্পর্কে জানতে পারবেন। এটি এমন একটি গেম যা যে-কেউ কারো সাহায্য ছাড়াই নিজে খেলতে পারবেন।
ঋৎবপঃং ড়ভ ঋরৎব হচ্ছে এমন একটি গেম যা আপনি যে ধরনের সাউন্ড পছন্দ করেন বা কোন গানের তালে এটি বাজাতে চান সে সম্পর্কে ধারণা দেয়।
চরধহড় ঐবৎড় গেমটি একটু উঁচু পর্যায়ের গেম। পিয়ানো বাজানোর জন্য ভালো দক্ষতা আনতে সাহায্য করে এই গেম। আপনি কোন হাত দিয়ে বাজাবেন, কোন হাতের ব্যবহার কতটুকু সে সম্পর্কে ধারণা দেয় এই গেম।
ঘড়ঃব অঃঃধপশ গেমটি কোন গানের সঙ্গে কিভাবে তাল দিবেন সে সম্পর্কে মনোযোগ আকর্ষণ করে থাকে। গানের সঙ্গে তাল ঠিক রেখে মনোযোগ দিয়ে পিয়ানো বাজানোর জন্য এটি গুরুত্বপূর্ণ গেম।
জড়পশ খবমবহফ দক্ষতার সঙ্গে পিয়ানো বাজিয়ে স্টার হতে সাহায্য করে। দেখা যাচ্ছে আপনি শত চেষ্টা করেও ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারছেন না। তাহলে এই গেমের সাহায্য নিন। এখানে আপনাকে কেউ বিরক্ত করবে না। একটু বেশি সময় নিয়ে আপনি এই গেমটি চর্চা করুন। দেখবেন একদিন আপনি তারকা পিয়ানো বাদক হয়ে গেছেন।
বর্তমান সময়ে বাদ্যযন্ত্র তথা গিটার ও পিয়ানো বাজানোর জন্য মোবাইল ও কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ আপনি যেখানেই জান না কেন, যে অবস্থাতেই থাকুন না কেন আপনি ফোন সঙ্গে নিয়ে বেড়াতে পারেন। এজন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না। বাড়ির পাশে ফাঁকা জায়গা, পার্ক বা নিজ ঘরে বসেই হয়ে যেতে পারেন একজন তারকা গিটার বা পিয়ানো বাদক। এতে আপনার সময় বাঁচবে, বেশি টাকা খরচ হবে না, কোথাও গিয়ে ক্লাস করতে হবে না বা ঘাড়ে করে গিটার বা পিয়ানো নিয়ে ঘুরতে হবে না।
ইন্টারনেট অবলম্বনে সদর উদ্দীন লিমন
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এসইউএল/জেএস)