বাজারে নতুন পণ্য নিয়ে এল ব্রাদার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ জানুয়ারি, ২০১৪ ০০:২৭:১৭

ঢাকা: সম্প্রতি দেশের বাজারে ব্রাদার ব্র্যান্ডের নতুন বেশকিছু পণ্য অবমুক্ত করা হয়েছে। রাজধানীর একটি রেস্টুরেন্টে ‘ব্রাদার করপোরেট সেমিনার ২০১৪’ শীর্ষক অনুষ্ঠানে এই পণ্যগুলো অবমুক্ত করা হয়।
ব্রাদার প্রিন্টার ব্যবহারকারী বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এতে অংশগ্রহণ করেন। এসময় আয়োজকদের মধ্যে ব্রাদার ইন্টারন্যাশনালের (গালফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈচী মুরাকামি, উপ-মহাব্যবস্থাপক অমিত আলী, গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ্, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খন্দকার ও ব্রাদারের পণ্য ব্যবস্থাপক গোলাম সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্রাদার প্রতিষ্ঠানের কার্যক্রম এবং ইতিহাস ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। পাশাপাশি ব্রাদার প্রিন্টারের বিক্রয় প্রবৃদ্ধি হার, প্রযুক্তিগত কার্যকারিতা, ব্যবহারে মূল্য সাশ্রয় ও গ্লোবাল ব্র্যান্ডের সংক্ষিপ্ত পরিচিতি প্রভৃতি বিষয় উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে অবমুক্ত ব্রাদার ব্র্যান্ডের তিন মডেলের মনোক্রোম প্রিন্টারগুলো হচ্ছে-এইচএল-১১১০, ডিসিপি-১৫১০ এবং এমএফসি-১৮১০। এছাড়া অনুষ্ঠানে প্রথমবারের মতো দেশের বাজারে ব্রাদার ব্র্যান্ডের তিনটি মডেলের সেলাই মেশিনও অবমুক্ত করা হয়।
(ঢাকাটাইমস/২৯ জানুয়ারি/এজে)