logo ০৫ মে ২০২৫
টেলিটক-ডিপিডিসি চুক্তি সই
ঢাকাটাইমস ডেস্ক
২১ জানুয়ারি, ২০১৪ ২০:০৬:৪১
image

ঢাকা: টেলিটক বাংলাদেশ লিমিটেড ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মধ্যে অনলাইনে নিয়োগ আবেদন ও ফি জমা প্রদানের বিষয়ে চুক্তি সই হয়েছে।


গত সোমবার ডিপিডিসি’র নির্বাহী পরিচালক (মানব সম্পদ) ও কোম্পানি সেক্রেটারি (যুগ্ম-সচিব) মরণ কুমার চক্রবর্তী এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি-মার্কেটিং অ্যান্ড সেলস্) মো. শাহ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।


অনলাইনে নিয়োগ আবেদন ও ফি জমা দেয়া সংক্রান্ত সর্বাধুনিক সমন্বিত প্রক্রিয়া টেলিটকের একটি অনবদ্য সৃষ্টি। এ পদ্ধতিতে আবেদনপত্র গ্রহণ ও একই সঙ্গে প্রার্থীর সব প্রক্রিয়া সফলভাবে শেষ করার পর আবেদন ফি গ্রহণ করা হয়। ডিপিডিসি এ প্রক্রিয়ায় সংযুক্ত হওয়ার মাধ্যমে কাগজ বিহীন ডাটাবেজ সংরক্ষণ, অনলাইন অ্যাডমিট কার্ড প্রদান ও অ্যাটেনডেন্স শিট প্রদান করতে পারবে।


অনুষ্ঠানে ডিপিডিসি’র এমডি ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. নজরুল হাসান এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের এমডি মো. মুজিবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/এজে)