logo ০৫ মে ২০২৫
স্যামসাংয়ের নতুন চমক
ঢাকাটাইমস ডেস্ক
০৭ জানুয়ারি, ২০১৪ ০০:০৯:৫৮
image

ঢাকা:এবারের (কনজ্যুমার ইলেক্ট্রনিক শো)সিইএস প্রদর্শনীতে গৃহস্থালী পণ্যে নতুন চমক নিয়ে এসেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটির স্মার্টহোম সার্ভিস ব্যবহার করে দূর থেকেও টেলিভিশন,লাইট,ফ্যান,এয়ারকুলার চালানো ও বন্ধ করা যাবে।


বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে,এবারের সিইএস-এ প্রতিষ্ঠানটির দেখানো টেলিভিশন রিমোটে থাকবে ভয়েস কমান্ড ব্যবস্থা।


৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে বড় গৃহস্থালী পণ্যের পসরায় সেখানে সর্বাধুনিক প্রযুক্তির সর্বশেষ সংস্করণগুলো প্রদর্শন করবে নির্মাতারা।


আবাসগৃহ কিংবা অফিসের ওপর নজরদারি রাখতে স্মার্ট হোম অ্যাপ্লিকেশন দেখাবে স্যামসাং। এতে টেলিভিশন বা অন্যান্য গৃহস্থালী পণ্যে ক্যামেরা স্থাপন করে স্মার্টফোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে।এছাড়া ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিনের কোন সমস্যা হলে তাও জানাবে ওই অ্যাপ্লিকেশন।


এদিকে স্যামসাং কোম্পানি জানিয়েছে,স্মার্টহোম অ্যাপ্লিকেশন আপাতত স্যামসাংয়ের টিভি, স্মার্টফোন,ট্যাবলেট কম্পিউটার ও গ্যালাক্সি গিয়ার স্মাটওয়াচে ব্যবহার করা যাবে।


(ঢাকাটাইমস/৭ ডিসেম্বর/এসইউএল/জেডএ.)