logo ০৬ আগস্ট ২০২৫
বাজারে আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি গ্রান্ড-২
ঢাকাটাইমস ডেস্ক
২২ ডিসেম্বর, ২০১৩ ০০:১২:৩১
image

ঢাকা: গ্যালাক্সি ডুয়োস-২ বাজারে ছাড়ার কয়েক দিনের মধ্যে এবার গ্যালাক্সি গ্রান্ড-২ ফাবলেট বাজারে ছাড়ছে স্যামসাং। আগামী ২৩ ডিসেম্বর ভারতের মুম্বাইতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। চলতি বছরের প্রথম দিকে স্যামসাং বাজারে ছেড়েছিল গ্যালাক্সি গ্রান্ড। তারই উত্তরসূরি হবে গ্যালাক্সি গ্রান্ড-২।ৎ


ইতোমধ্যে স্যামসাং ফেসবুক ও টুইটারে প্রচারণা শুরু করেছে। আকর্ষণীয় এই ফাবলেটের দাম ঠিক করা হয়েছে ১৯ হাজার রুপি থেকে ২১ হাজার রুপি। এই ডিভাইস মোট তিনটি রঙে বের করা হবে। তার মধ্যে রয়েছে সাদা, কালো ও গোলাপী।


এই ফাবলেটে ৫.২৫ ইঞ্চি স্ক্রিন থাকবে। ৮ গিগাবাইট মেমোরি ব্যবহার করা যাবে। এছাড়া ৬৪ গিগাবাইটের ওপরে মাইক্রোএসডি কার্ড ও ১.৫ গিগাবাইট র‌্যাম গ্রহণের ক্ষমতাও রয়েছে এই ডিভাইসের।


তাছাড়া গ্যালাক্সি গ্রান্ড-২ এর পেছনের পাশে থাকছে ফ্লাশলাইটসহ ৮ এমপি ক্যামেরা ও সামনের পাশে থাকছে ১.৯ এমপি ক্যামেরা।


এছাড়া টুজি, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ ৪.৫০, মাইক্রো ইউএসবি ২.০, ২৬০০ এমএইচ ব্যাটারির সুযোগ সুবিধাও পাওয়া যাবে এই ফাবলেটে।


এই ডিভাইসটি সনি এক্সপেরিয়া সি, এলজি জি প্রোলাইট, মাইক্রোম্যাক্স ক্যানভাস টারবোর সাথে প্রতিযোগিতা করতে পারবে বলে স্যামসাং কতৃপক্ষ জানিয়েছেন।


(ঢাকাটাইমস/২২ ডিসেম্বর/এসইউএল/জেডএ.)