logo ০৫ মে ২০২৫
আইপ্যাডের জন্য অপেরার ব্রাউজার
ঢাকাটাইমস ডেস্ক
১৮ ডিসেম্বর, ২০১৩ ০০:৪৯:৫৭
image

ঢাকা : শুধু আইপ্যাডের জন্যই অপেরা তৈরি করেছে বিশেষ ওয়েব ব্রাউজার 'কোস্ট'। কেবল আইপ্যাডের জন্যই তৈরি করা এই ব্রাউজারের ইন্টারফেসে নেই কোনো বার কিংবা ট্যাব। আইবুক, পিডিএফ, ড্রপবক্স প্রভৃতি সার্ভিস সরাসরি ব্যবহার করা যাবে এই ব্রাউজারে।


সম্প্রতি এর নতুন একটি সংস্করণও তৈরি করেছে অপেরা। তাতে করে এই ব্রাউজারটি আরও বেশি গতিশীল হবে বলেই জানিয়েছে অপেরা। নিরাপত্তাও আগের চাইতে শক্তিশালী হয়েছে। অ্যাপল'র অ্যাপস্টোরে পাওয়া যাবে এই ব্রাউজারটি।


(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এমজেড)