বাজারে আসছে ৬৪ বিটের ট্যাব
ঢাকাটাইমস ডেস্ক
০৬ ডিসেম্বর, ২০১৩ ০০:২৩:৫১

ঢাকা: আসছে বছরের শুরুতেই বে ট্রেইল নামের অ্যাটম চিপ ও ৬৪ বিট সংস্করণের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর একটি ট্যাবলেট বাজারে আসছে। চিপ নির্মাতাপ্রতিষ্ঠান ইনটেল কর্তৃপক্ষ সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
ইনটেলের প্রধান নির্বাহী ব্রায়ান ক্রেরসানিস সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইনটেলের বিনিয়োগকারীদের এক সম্মেলনে জানিয়েছেন, ইনটেল কর্তৃপক্ষ অ্যান্ড্রয়েড ওসের ৬৪ বিট সংস্করণ তৈরি করছে, যা প্রতিষ্ঠানটির বে ট্রেইল চিপের সঙ্গে কাজ করবে।
ব্রায়ান ক্রেরসানিস আরও জানান, আগামী বছরের প্রথম প্রান্তিকে ৬৪ বিট সংস্করণের উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম সমর্থনযোগ্য বে ট্রেইল উন্মুক্ত করার পর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও ৬৪ বিট সংস্করণ সমর্থনযোগ্য চিপ উন্মুক্ত করা হবে।
অবশ্য এর আগে অ্যাপলের আইপ্যাড এয়ার ও আইপ্যাড মিনি রেটিনা ডিসপ্লেতে এ৭ প্রসেসর ব্যবহৃত হয়েছে, যাতে ৬৪ বিট সমর্থন করে। ৬৪ বিট প্রযুক্তি ৩২ বিটের তুলনায় উন্নত অ্যাপ্লিকেশন ও গ্রাফিকস সুবিধা দিতে পারে।
বে ট্রেইল চিপযুক্ত অ্যান্ড্রয়েড ট্যাবগুলোর দাম হবে হাতের নাগালে। মাত্র ১৫০ মার্কিন ডলার দামে ৬৪বিটের অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে আসবে। বর্তমানে এআরএম ও ইনটেলের তৈরি প্রসেসর ৩২বিট অ্যান্ড্রয়েড সংস্করণ সমর্থন করে। ইনটেলের এই নতুন চিপে অ্যান্ড্রয়েডের কিটক্যাট সংস্করণটি ব্যবহূত হতে পারে।
(ঢাকাটাইমস/ ৬ ডিসেম্বর/ এইচএফ/ ১২.০১ঘ.)