logo ০৬ মে ২০২৫
ডিসেম্বরেই ৭ বিভাগীয় শহরে গ্রামীণফোনের থ্রিজি সেবা
টেলিকম ডেস্ক, ঢাকাটাইমস
০২ ডিসেম্বর, ২০১৩ ০৯:০৫:০০
image

ঢাকা: দেশের সবগুলো জেলায় থ্রিজি নেটওয়ার্ক পৌঁছে দিতে কাজ করছে দেশের বৃহৎ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। এ মাসের মধ্যেই ৭টি বিভাগীয় শহর পুরোপুরি থ্রিজি সেবার আওতায় চলে আসবে। এর মধ্যে রাজধানীর ৪৫ শতাংশ এলাকা গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্কের মধ্যে এসেছে। চট্টগ্রাম নগরীর ২৫ শতাংশ এবং সিলেটের ৪৮ শতাংশ এলাকার বাসিন্দারা এখন গ্রামীণফোনের থ্রিজি সেবা পাচ্ছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে জানা গেছে।


সূত্র জানায়, গত ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রথম থ্রিজি সেবা চালু করে গ্রামীণফোন। এরপর একে একে গুলশান, বনানী, বারিধারা, মহাখালী, ধানমন্ডি, লালমাটিয়া, মতিঝিল, মগবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ানবাজার, শাহবাগ, ফার্মগেট, বাংলামোটর, মিরপুরের কিছু অংশ এবং কাফরুল এলাকায় থ্রিজি সেবা পৌঁছে দেয়। বন্দরনগরী চট্টগ্রামে আগ্রাবাদ, খুলশি, জিইসি এই সেবার আওতায় এসেছে। অচিরেই তা অলঙ্কার মোড় ও কোর্ট এলাকায় থ্রিজির নেটওয়ার্ক বিস্তৃত হবে। সিলেটের প্রায় অর্ধেক এলাকা এখন থ্রিজি নেটওয়ার্কের আওতায় চলে এসেছে।


গ্রামীণফোনের এক কর্মকর্তা জানান, বিটিআরসির বেঁধে দেয়া রোডম্যাপের সময়সীমার আগেই সব জেলায় থ্রিজি নেটওয়ার্ক পৌঁছে যাবে। থ্রিজি নেটওয়ার্ক বিস্তৃত করতে গ্রামীণফোনের কর্মীরা দিনরাত কাজ করছে। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও এ পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ৫৬০টি বেস স্টেশন স্থাপন করা হয়েছে।


উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ঢাকা নিলামের মাধ্যমে ২১০০ মেগাহার্টজ ব্যান্ড ১০ মেগাহার্টজ থ্রিজি তরঙ্গ লাভ করে গ্রামীণফোন। বিটিআরসির নির্দেশনা অনুযায়ী লাইসেন্স প্রদানের দেড় বছরের মধ্যে দেশের সবগুলো জেলায় থ্রিজি নেটওয়ার্ক পৌঁছে দিতে হবে প্রতিষ্ঠানটিকে।


(ঢাকাটাইমস/ ২ডিসেম্বর/ এসকে/ঘ.)