ইসলামি সিম-কার্ড উদ্ভাবন
টেলিকম ডেস্ক, ঢাকা টাইমস
২৫ নভেম্বর, ২০১৩ ১৬:১৬:০৩

ঢাকা:ধর্মপ্রাণ মুসলমানদের জন্য গ্রিসের এক ইঞ্জিনিয়ার একটি মোবাইল ফোনের সিম-কার্ড বের করেছেন, এটিকে ‘ইসলামি সিম-কার্ড' হিসাবে উল্লেখ করা হচ্ছে, যা দিয়ে তারা দৈনন্দিন জীবনে ধর্ম সংক্রান্ত আচার-অনুশাসন মেনে চলতে পারেন৷
ইয়ানিস হাৎসোপুলোস একজন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার, যার বাস গ্রিসের থেসালোনিকিতে৷ তিনি যে ‘ইসলামি সিম-কার্ড'-টি উদ্ভাবন করেছেন, তা স্মার্টফোন কিংবা পুরনো মডেলের মুঠোফোন, দু'টোতেই ব্যবহার করা চলবে৷
হাৎসোপুলোস বলেছেন, ‘‘ব্যবহারকারী এই মুঠোফোন দিয়ে মক্কা শরীফ কোন দিকে, তা নির্ধারণ করতে পারবেন৷ এই মুঠোফোন মুসল্লিকে দিনে পাঁচবার নামাজ পড়ার সময় মনে করিয়ে দেবে রিংটোন বাজিয়ে৷ এমনকি নামাজ পড়ার সময় ফোন নিজে থেকেই ‘মিউট' হয়ে যাবে।
হাৎসোপুলোসের মাথায় ইসলামি সিম-কার্ডের ধারণাটা আসে ২০০৯ সালে, যখন তিনি স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশগ্রহণ করছিলেন৷ এলজি সংস্থা সেই কংগ্রেসে একটি মোবাইল পেশ করে, যা-তে মুসলিমদের জন্য বিশেষ ফাংশন ছিল৷ তা থেকেই হাৎসোপুলোসের মাথায় আইডিয়া আসে: এই সব ফাংশন একটি সহজ সিম-কার্ডে দিতে পারলে মুসলমানরা যে কোনো মুঠোফোনে সেই সিম-কার্ড ঢুকিয়ে ফোনটিকে একটি ‘ইসলামি মুঠোফোনে' পরিণত করতে পারবেন৷
প্রথমত, রমজানের মাসে এই ইসলামি মুঠোফোন রোজা শুরু করার এবং ইফতার করার সময় জানান দিতে পারবে রিংটোন বাজিয়ে৷ দ্বিতীয়ত, ইসলামি সিম-কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশনগুলিকে ফেসবুকের সঙ্গে যুক্ত করতে হবে, ‘‘যাতে তরুণ মুসলিমদের কাছে এই বার্তা পৌঁছে দেয়া যায়৷'' এ দুইটি আইডিয়া নিয়ে কাজ করছেন হাৎসোপুলোস।
(ঢাকাটাইমস/২৫নভেম্বর/টেলিকম/এসএ/ঘ)