logo ০৬ মে ২০২৫
আসছে এরিকসন রেডিও ডট সিস্টেম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ নভেম্বর, ২০১৩ ০০:৩৩:৩০
image

ঢাকা: নেটওয়ার্ক সিগন্যালের দুর্বলতা দূর করতে এরিকসন বাজারে আনতে যাচ্ছে 'এরিকসন রেডিও ডট সিস্টেম'। আকারে ছোট ডিভাইসটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক সিগন্যাল বাড়াতে যথেষ্ট কার্যকরী।


এর মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি সুস্পষ্ট ভয়েস সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে এরিকসন। আর এটি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে আগামী বছরের শেষের দিকে।


গোলাকৃতির এই ডিভাইসটির ওজন মাত্র ৩০০ গ্রাম। ফলে যে কেউ সহজেই বজন করতে পারবেন এটি। টানা দুই বছর গবেষণা ও ১৪টি প্যাটেন্টের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে।


এতে ডট নামের যুগান্তকারী অ্যান্টেনা এলিমেন্ট ব্যবহার করা হয়েছে যা ব্যবহারকারীদের মোবাইল ব্রডব্যান্ড সেবা দেবে। এটি ওয়াইফাই ও থ্রিজিপিপি নেটওয়ার্কের জন্যও কাজ করবে। এটি দামেও কম হবে বলে জানিয়েছেন এরিকসন বিজনেস ইউনিট নেটওয়ার্কের প্রধান জোহান উইবার্গ।


(ঢাকাটাইমস/২২নভেম্বর/এমএম/)