logo ০৬ মে ২০২৫
মোবাইলের কলচার্জ এখনই কমছে না
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ নভেম্বর, ২০১৩ ২০:১৭:৪৪
image

ঢাকা: আপাতত মোবাইল ফোনের কলচার্জ কমানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। রবিবার জাতীয় সংসদে তোলা এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন এ তথ্য জানান।


সাংসদ মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে মোবাইল ফোনের কলরেট সর্বনিম্ন ২৫ পয়সা থেকে সর্বোচ্চ ২ টাকা প্রতি মিনিট নির্ধারণ করা আছে। মোবাইল কোম্পানিগুলো এই নির্ধারিত কলরেটের মধ্যেই তাদের ব্যবসা পরিকল্পনা করে। এছাড়াও ১০ সেকেন্ড পালস চালু করার ফলে গ্রাহকরা অনেক বেশি স্বাধীনতা ভোগ করছেন।


সাহারা খাতুন জানান, বর্তমানে দেশে পাঁচটি বেসরকারি মোবাইল কোম্পানি রয়েছে। এর মধ্যে সম্পূর্ণ বিদেশি বিনিয়োগে তিনটি। এগুলো হলো- আজিয়াটা বাংলাদেশ লিমিটেডের রবি, ওরাসকম বাংলাদেশ লিমিটেডের বাংলালিংক এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের এয়ারটেল। এছাড়া অন্য দু’টি মোবাইল কোম্পানি গ্রামীণফোন ‘টেলিনর’ ও সিটিসেল ‘সিংটেল’ নামের দু’টি বিদেশি কোম্পানির সঙ্গে দেশি কোম্পানির যৌথ বিনিয়োগে রয়েছে।


(ঢাকাটাইমস/ ১০ নভেম্বর/ এইচএফ/ ২০.১০ঘ.)