ঢাকা: গত কয়েক বছর ধরে মোবাইল বাজারে একক আধিপত্য ছিল ফিনল্যাণ্ড ভিত্তিক মোবাইল হ্যাণ্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোকিয়ার। বাংলাদেশসহ সারাবিশ্বে এ প্রতিষ্ঠানের মোবাইল হ্যাণ্ডসেট বিক্রি ছিল শীর্ষে।
কিন্তু চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্ববাজারে এ কোম্পানির হ্যাণ্ডসেট বিক্রি কমেছে ব্যাপকভাবে। এ প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় নকিয়ার বিক্রি কমেছে ৩৩ শতাংশ। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি নিজেই।
এর ফলে প্রতিযোগী স্যামস্যাং ও অ্যাপলের কাছে টিকে থাকা দিনদিন অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে একসময় হ্যাণ্ডসেট বাজারে একাধিপত্য বিস্তারকারী এ প্রতিষ্ঠানটিকে। যদিও সর্বশেষ সংস্করণ লুমিয়া নিয়ে বেশ আশাবাদী নকিয়া। তৃতীয় প্রান্তিকে লুমিয়ার হ্যাণ্ডসেট বিক্রি হয়েছে প্রায় ৯০ লাখ।যা আগের তুলনায় ১৯ শতাংশ বেড়েছে।
এদিকে প্রতিষ্ঠানটি আশা করছে পরবর্তী প্রান্তিকে (চর্তুথ) নকিয়ার মুনাফা ৮ দশমিক ৪ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ১২ শতাংশে দাঁড়াবে।
প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর বিশ্বের খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সঙ্গে নকিয়ার মোবাইল ফোন বিভাগ ৭২০ কোটি ডলারে ক্রয়ের বিষয়ে একটি চুক্তি হয়। ২০১৪ সালের প্রথমার্ধে এ কার্যক্রম সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে।
১৯৯৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত হ্যাণ্ডসেট বাজারে একটানা আধিপত্য বিস্তার করে ফিনল্যাণ্ড ভিত্তিক এ মোবাইল কোম্পানি।
(ঢাকাটাইমস/ ৩১ অক্টোবর/ এসকে/১৩.০৭ঘ.)