logo ০৬ মে ২০২৫
কর্মবিরতিতে যাচ্ছেন গ্রামীণফোনের কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ নভেম্বর, ২০১৩ ২২:২৭:১৮
image


ঢাকা : কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন গ্রামীণফোনের কর্মচারীরা। চাকরি স্থায়ীকরণ ও শ্রম আইন-২০০৬ বৃহস্পতিবারের মধ্যে বাস্তবায়ন না হলে তারা কর্মবিরতি পালন করবেন।





বৃহস্পতিবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের  সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়।





গ্রামীণফোন লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন বাংলাদেশের কার্যকরী পরিষদের সদস্য আশরাফ জানান, দীর্ঘদিন যাবত এই দাবিতে আন্দোলন করে আসছে গ্রামীণফোনের কর্মচারীরা। এর আগেও নিয়ম লঙ্ঘন করে একসঙ্গে শতাধিক কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। ভবিষ্যতে যেন কোনো কর্মচারীকে নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত করতে না পারে সেজন্য এই আন্দোলন।





আন্দোলনকারীরা বলেন, এ দাবি আগে থেকেই ছিল। মামলাও করা হয়েছে। ইউনিয়ন গঠন করার অনুমোদন এবং গত নয় সেপ্টেম্বর ২০১৩ শ্রম আইন বাস্তবায়নে আমাদের পক্ষে রায় দেয় আদালত। রায়ের কপি গ্রামীণ ফোন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার পরেও আদালতের রায় বাস্তাবায়নে তারা গড়িমসি করছে। মাঠে না নেমে উপায় নেই।





ইউনিয়নের সভাপতি আনিসুল হক খোকনসহ গ্রামীণফোনের শতাধিক কর্মচারী অবস্থান কর্মসূচিতে অংশ নেন।





উল্লেখ্য, ২০০৮ সাল থেকে একই দাবিতে গ্রামীণফোনের কর্মচারীরা মামলা চালিয়ে আসছেন। গত ৯ সেপ্টেম্বর আন্দোলনকারীদের পক্ষে রায় দেয় আদালত।



(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এএসএ/১২.২০ঘ.)