logo ০৬ মে ২০২৫
আসছে আইফোন ৬
টেলিকম ডেস্ক, ঢাকা টাইমস
০৩ নভেম্বর, ২০১৩ ২২:২৮:৫৮
image


ঢাকা: আইফোন ভক্তদের জন্য সুখবর নিয়ে আসছে আইফোন সিক্স। সম্প্রতি এমনই তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। তারা জানিয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের গ্রীষ্মে আইফোনের নতুন মডেলটি বাজারে আসবে।





কেমন হবে আইফোনের নতুন এই সংস্করন? সূত্রটি জানায় আইফোন ৬ এর স্ক্রিনটি হবে আরো বড়। এবং আইফোনের অন্যসব মডেলকেও ছাড়িয়ে যাবে নতুনটি বলে মন্তব্য করেন কর্তৃপক্ষ।

 



(ঢাকাটাইমস/৩০অক্টোবর/টেলিকম/এসএ/ঘ)