logo ০৬ মে ২০২৫
ভারতের বাজারে অ্যাপল আইফোন ৫এস ও ৫সি
ঢাকাটাইমস ডেস্ক
০৩ নভেম্বর, ২০১৩ ১৬:১৬:১১
image


ঢাকা: বিশ্ব বিখ্যাত মোবাইলফোন কোম্পানি অ্যাপলের আইফোন ৫এস ও ৫সি আজ শুক্রবার ভারতীয় ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হলো। এ উপলক্ষে ভারতের  ১০টি শহরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

কয়েক সপ্তাহ আগে অ্যাপল কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, ১ নভেম্বর বিশ্বের মাত্র ১৫টি দেশের সঙ্গে ভারত তৃতীয় তরঙ্গের যন্ত্র পাবে।

 

তবে সাধারণভাবে আইফোনটি কিনতে ২ নভেম্বর অর্থাৎ শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে ভারতীয়দের। শনিবার এটি দেশের সব জায়গায় পাওয়া যাবে। অবশ্য অ্যাপল ভক্তরা ইচ্ছে করলে আজই (শুক্রবার)এটি কিনতে পারবেন। শুক্রবার মাত্র ১০টি শহরে বিশেষ অনুষ্ঠান করে এটি ক্রেতাদের হাতে পৌছে দেয়া হয়। যে ১০টি শহরে অ্যাপল উন্মুক্ত করা হয় শুক্রবার কেবল সেসব শহরের লোকজন এটি কিনতে পারেন। শুক্রবার বিকাল ৫টায় শহরগুলোতে একযোগে অনুষ্ঠান ও বিক্রি শুরু হয়।

 

যে ১০টি শহরে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেগুলো হলো-হায়দ্রাবাদ, বেঙ্গালোর, আহমেদাবাদ, দিল্লি, দুদহিয়ানা, গারগাউন, মুম্বাই, পুনে, চেন্নাই ও কলকাতা।

 

ভারতে অ্যাপলের পরিবেশক ইনগ্রাম মাইক্রো ও রিডিংটোন শুক্রবারই ক্রেতাদের কাছে আইফোন পৌঁছে দেয়ার জন্য খুচরা বিক্রেতাদের কাছে কুপন সরবরাহ করে। যারা এ কুপন নিয়ে অনুষ্ঠানে ঢুকতে পেরেছে কেবলমাত্র তারাই আইফোন কিনতে পেরেছে।   

 

১৬ গিগাবাইট ভ্যারিয়েন্টের অ্যাপল আইফোন ৫এস খুচরা বিক্রেতাদের কাছে ৫৩ হাজার পাঁচশ’ রুপি, ৩২ গিগাবাইট ৬২ হাজার পাঁচশ’ রুপি ও ৬৪ গিগাবাইট ৭১ হাজার পাঁচশ’ রুপিতে পাওয়া যাচ্ছে।

 

বিশ্বব্যাপী আইফোন ৫ এর পরিপূরক হিসাবে ৫সি আইফোন বাজারে আনা হয়। ক্রেতারা এটিকে তুলনামূলক কম দামে কিনতে পারবে। ১৬ গিগাবাইট ভ্যারিয়েন্টের আইফোন ৫ বিক্রি হতো ৪৫ হাজার পাঁচশ’ রুপিতে সেখানে আরো উন্নতমানের আইফোন ৫সি ক্রেতারা কিনতে পারবে ৪১ হাজার নয়শ’ রুপিতে। আর ৩২ গিগাবাইট ভ্যারিয়েন্টের আইফোন ৫সি পাওয়া যাবে ৫৩ হাজার পাঁচশ’ রুপিতে।

 

ধূসর ও হালকা হলুদ, কালো, নীল, বাদামি, ‍হলুদ ও লাল রঙের আইফোন ৫এস এর কভার তিন হাজার দুইশ’ রুপি এবং নীল, সবুজ, পিংক, হলুদ, কালো ও সাদা রঙের ৫সির কভারের মূল্য দুই হাজার তিন’শ রুপিতে পাওয়া যবে।

 

(ঢাকাটাইমস/০১নভেম্বর/এজে/এআর/.ঘ)