উপহার দিচ্ছে স্যামসাং
টেলিকম প্রতিবেদক, ঢাকা টাইমস
১৯ নভেম্বর, ২০১৩ ১৩:২০:৫৩

ঢাকা: এবার ক্রেতাদের জন্য স্যামসাং নিয়ে এসেছে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা। এখন থেকে যেকোন স্যামসাং স্মার্টফোন ক্যাফে থেকে স্যামসাং গ্যালাক্সি নোট ৮.০, গ্যালাক্সি ট্যাব ৩ এবং গ্যালাক্সি নোট থ্রি এর যেকোন একটি কিনলে গ্রাহকদের জন্য থাকছে উপহার।
গ্যালাক্সি নোট ৮.০ এর সাথে গিফট হিসেবে থাকছে ১০,৫০০ টাকা মূল্যের একটি স্যামসাং ডিজিটাল ক্যামেরা (এসটি১৫০এফ) সম্পূর্ণ বিনামূল্যে এবং গ্যালাক্সি ট্যাব ৩ এর সাথে গিফট হিসেবে থাকছে ৭,৭০০ টাকা মূল্যের আরো একটি স্যামসাং ডিজিটাল ক্যামেরা (ইএস৯৫)। আর প্রতিটি স্যামসাং গ্যালাক্সি নোট থ্রির সাথে গ্রাহকরা পাচ্ছেন একটি আকর্ষণীয় ফ্লিপ কভার।
গ্যালাক্সি নোট থ্রি এর বর্তমান মূল্য ৬৯,৯০০ টাকা, গ্যালাক্সি নোট ৮.০ এর মূল্য ৫৩,৫০০ টাকা এবং গ্যালাক্সি ট্যাব ৩ এর মূল্য ৩৫,০০০ টাকা।
গ্যালাক্সি নোট ৮.০ এর সাথে গিফট হিসেবে এই অভিনব ক্যামেরাটির (এসটি১৫০এফ) ওয়াই-ফাই কানেক্টিভিটির সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই তাদের প্রিয় মুহুর্তের ছবি গুলো বন্ধু এবং প্রিয়জনদের সাথে তৎক্ষণাত শেয়ার করতে পারবেন।
গ্যালাক্সি ট্যাব ৩ এর সাথে গিফট হিসেবে থাকছে ৭,৭০০ টাকা মূল্যের আরো একটি স্যামসাং ডিজিটাল ক্যামেরা (ইএস৯৫)। ব্যবহারকারীরা সহজেই এই ক্যামেরার সাথে তোলা ছবিগুলো ট্যাব ৩ তে ট্রান্সফার করে নিতে পারবেন।
(ঢাকাটাইমস/১৯নভেম্বর/টেলিকম/এসএ/ঘ)