logo ০৬ মে ২০২৫
রেডিও ডট সিস্টেম এখন এরিকসনে
ঢাকাটাইমস ডেস্ক
১৮ নভেম্বর, ২০১৩ ০৮:১৪:১৪
image

ঢাকা: অফিস কিংবা বাসায় প্রায়ই সেলফোন নেটওয়ার্ক সিগন্যাল দুর্বলতায় ভোগান্তি পোহাতে হয়। এই ভোগান্তি থেকে মুক্তি দিতে এরিকসন বাজারে আনছে ‘রেডিও ডট সিস্টেম’। ডিভাইসটির মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি স্পষ্ট ভয়েস সেবা পাওয়া যাবে। মূলত বড় ভবনে নেটওয়ার্ক সিগন্যাল সমস্যা এড়াতে কার্যকর ভূমিকা রাখবে রেডিও ডট সিস্টেম।


৩০০ গ্রাম ওজনের এ ডিভাইসটিতে রয়েছে ডট নামের বিশেষ অ্যান্টেনা যা ব্যবহারকারীদের মোবাইল ব্রডব্যান্ড সেবা গ্রহণে নতুন অভিজ্ঞতা দেবে। এটি ওয়াইফাই ও থ্রিজিপিপি নেটওয়ার্ক ব্যবহারকারীদের সবচেয়ে ভালো সেবা পেতে সহায়তা করবে।


এরিকসন ব্যবসা নেটওয়ার্ক বিভাগের প্রধান জোহান উইবার্গ জানান, নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক পেতে ডিভাইসটি দারুণ ভূমিকা রাখবে। এটি আগামী বছরের শেষের দিকে বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে।


 


(ঢাকাটাইমস/ ১৮ নভেম্বর/ এসকে/ঘ.)