ঢাকা: টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশ লিমিটেড দেশের তৈরি পোশাক খাতের অন্যতম প্রধান প্রতিষ্ঠান অনন্ত গ্রপের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি অনন্ত গ্রপের গুলশান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি অনুযায়ী এয়ারটেল বাংলাদেশ লিমিটেড অনন্ত গ্রুপকে বিশ্বমানের ভয়েস কল সেবা, ব্ল্যাকবেরি সার্ভিস এবং আকর্ষণীয় টুজি ও থ্রিজি ইন্টারনেট প্যাকেজ সহায়তা দেবে। অনুষ্ঠানে চুক্তিপত্র হস্তান্তর করেন এয়ারটেলের চিফ অপারেটিং অফিসার রাজনিশ কওল এবং অনন্ত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শরীফ জহির। এসময় আরো উপস্থিত ছিলেন অনন্ত গ্রুপের এইচআর, কম্প্লায়েন্স, ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর চৌধুরী আবদুল্লাহ কাসিদ, এক্সেকিউটিভ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) শেখ মনির এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের হেড অফ করপোরেট অ্যান্ড এসএমই সেলস মো. আদিল হোসেন ও করপোরেট সেলস হেড রেজাউল আমিন সোহেল।
(ঢাকাটাইমস/২০ নভেম্বর/জেডএ)